×

পুরনো খবর

আওয়ামী লীগ ধরে রাখতে চায় পুনরুদ্ধারে মরিয়া বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২০ পিএম

আওয়ামী লীগ ধরে রাখতে চায় পুনরুদ্ধারে মরিয়া বিএনপি
আওয়ামী লীগ ধরে রাখতে চায় পুনরুদ্ধারে মরিয়া বিএনপি
১৯ ইউনিয়ন ২ পৌরসভা মিলে পত্নীতলার ১ লাখ ৮৯ হাজার এবং ধামইরহাটের ১ লাখ ৪৪ হাজার ১২৬ ভোটার নিয়ে নওগাঁ-২ আসন গঠিত। বরেন্দ্র ভ‚মি অধ্যুষিত নওগাঁ জেলার সীমান্তবর্তী এই আসন ৬টির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি আওয়ামী লীগ ধরে রাখতে চায় আর বিএনপি মরিয়া পুনরুদ্ধারে। এ আসনে বিকল্পধারা ও বাসদের একক প্রার্থী থাকলেও আওয়ামী লীগ, বিএনপি ও জাকের পার্টির একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। ১৯৯১ সালের ষষ্ঠতম নির্বাচনে শহীদুজ্জামান সরকার এ আসনে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›দ্বী ছিলেন বিএনপির জোহা খান। সপ্তম সংসদ নির্বাচনে ১৯৯৬ ও ২০০১ সালে শহীদুজ্জামান সরকার পরাজিত হন জোহা খানের কাছে। ২০০৮ সালের নির্বাচনে শহীদুজ্জামান সরকার বিপুল ভোটে বিজয়ী হন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত হন শহীদুজ্জামান। বর্তমানে তিনি হুইপের দায়িত্ব পালন করছেন। একাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে নিশ্চিত মনে করে প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জেলা কমিটির নির্বাহী সংসদ এবং কেন্দ্রীয় উপকমিটির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ড. আকতারুল আলম এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা বি এম রশিদও প্রচারণায় রয়েছেন। আকতারুল আলম বিভিন্ন ধর্মীয় উৎসবসহ অসহায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন। তিনি দলীয় মনোনয়ন পেলে নৌকার বিজয় নিশ্চিত বলে দাবি করে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি তাকে মনোনয়ন দিয়ে জনসেবার সুযোগ করে দেন তাহলে আমি আছি। দীর্ঘদিন ধরে জনগণের পাশে রয়েছি। জনগণ আমাকে নিশ্চিত ভোট দেবেন এবং আমিই বিজয়ী হব। আর মনোনয়ন না পেলেও জনসেবার জন্য আজীবন জনগণের সেবক হয়ে থাকব।জেলা বন পরিবেশ সম্পাদক পত্নীতলা পৌরসভার সাবেক মেয়র আমিনুল হকও নৌকার প্রতীক পাওয়ার প্রত্যাশা করছেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম মাহমুদ রেজা মেহেদীও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। অপরদিকে এ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান, নওগাঁ জেলা বিএনপির সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, ধামইরহাট উপজেলার বিএনপির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপল মনোনয়ন প্রত্যাশী বলে জানান। জাতীয় পার্টির নওগাঁ জেলার সহসভাপতি সাবেক সংসদ বি এস এ হুমায়ন কবির চৌধুরী, জেলা কমিটির সদস্য অধ্যাপক আবিদা আকতার ও জেলা কমিটির সভাপতি কেন্দ্রীয় কমিটির সচিব এডভোকেট তোফাজ্জল হোসেন মনোনয়ন প্রত্যাশী। এ ছাড়া বিকল্পধারা থেকে যুগ্ম মহাসচিব আব্দুর রউফ মান্নান ও বাসদ থেকে দেবলাল টুডু নির্বাচন করতে চান। জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশীরা হলেন- ধামইরহাটের আব্দুল লতিফ রহমান (মহুরী), তরিকুল ইসলাম এবং পত্নীতলা জাকের পার্টির সভাপতি বুলবুল হোসেন। এদিকে ধামইরহাট-পত্নীতলা জামায়াত থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান মঈনউদ্দিন দলীয় মনোনয়ন নিয়ে একাদশ নির্বাচনে প্রতিন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, আওয়ামী লীগ চলছে পকেট কমিটি দিয়ে। ফুলের তোড়া উপহার দিয়ে অন্য দল থেকে আসা হাইব্রিড নেতার দাপটে প্রকৃত আওয়ামী লীগ কর্মী ও সদস্যরা কোণঠাসায় রয়েছেন। সাধারণ মিটিং, উঠান বৈঠক, কর্মী সম্মেলন বা যে কোনো অনুষ্ঠানে তাদের ডাকা হয় না। তবে মনোনয়ন যাকেই দেয়া হক এ আসনে নৌকার জোয়ার বইছে। আর বিএনপিতে রয়েছে কোন্দল। তাদের দলীয় কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। গত ১০ বছরে তারা ঘুরে দাঁড়াতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App