×

জাতীয়

৭ রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকিয়েছে বিজিবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৩ পিএম

৭ রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকিয়েছে বিজিবি

মিয়ানমার থেকে নতুন করে পালিয়ে আসার চেষ্টা করছে রোহিঙ্গারা।

শুক্রবার ভোর রাত ৪ টার দিকে কক্সবাজারের টেকনাফের নাফনদীর সীমান্ত অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে শাহপরীরদ্বীপ ঘোলার চর এলাকায় সাত রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ওই সময় মিয়ানমার থেকে নৌকায় রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা কালে রোহিঙ্গাবাহী নৌকাটি স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। তবে মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। সীমান্তের বিভিন্ন স্থানে সতর্কতার সাথে বিজিবি দায়িত্ব পালন করছে। তবে সীমান্তের পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App