×

বিনোদন

১৭ বছর পর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৭ পিএম

১৭ বছর পর
২০০১ সালে সরকারি অনুদানে নির্মিত সাইদুল আনাম টুটুল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আধিয়ার’ মুক্তি পায়। এবার তিনি দ্বিতীয় যে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন। এই চলচ্চিত্রের গল্প নেয়া হয়েছে ২০০১ সালে আইন ও সালিম কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধ-পরবর্তী কথ্যকাহিনী’ বই থেকে। বইটিতে মুক্তিযুদ্ধের সময়কালে অসংখ্য নারীর ওপর নানা ধরনের মানসিক, সামাজিক অন্যায়, অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হয়েছে। সেখান থেকে একজন নারী সানজিদার অত্যাচার, নির্যাতনের গল্প তুলে ধরেছেন সাইদুল আনাম টুটুল। টুটুল জানান তিনি তার চলচ্চিত্রের নাম দিয়েছেন ‘কালবেলা’ যা নির্মিত হবে ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে এবং তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে। এরই মধ্যে কিছু কিছু শিল্পী নির্বাচনের প্রক্রিয়া চ‚ড়ান্ত হয়েছে। তবে প্রধান প্রধান কয়েকটি চরিত্রের শিল্পী চ‚ড়ান্ত করা বাকি রয়েছে। কিছুদিনের মধ্যেই তিনি টুটুল শিল্পী চ‚ড়ান্ত করবেন। সেপ্টেম্বরের শেষপ্রান্তে খুলনায় চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। সাইদুল আনাম টুটুল বলেন, চলচ্চিত্র তো নির্মাণ করতে চেয়েছিলাম। কিন্তু যথাযথ প্রযোজক না পেলে তো আর চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। কোনোরকম বাজেট নিয়ে আমার পক্ষে চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। সম্প্রতি এই চলচ্চিত্রের গল্প সরকারি অনুদানের জন্য জমা দেই। অনুদান পেয়ে গেলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App