×

তথ্যপ্রযুক্তি

স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোন আসছে নভেম্বরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩০ পিএম

স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোন আসছে নভেম্বরে
বিশ্বের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং।এমনটাই গুজব ছড়িয়েছে প্রযুক্তি বাজারে ৷ তথ্য অনুযায়ী,নভেম্বরে সানফ্রান্সিসকোতে হতে চলেছে সংস্থার ডেভালপারস কনফারেন্স ৷ সেখানেই বিষয়টিকে সামনে আনার কথা ভাবছে সংস্থা ৷ স্যামসাং জানাচ্ছে,বাজারে ছড়িয়ে পড়া গুজবের মধ্যে কোন সত্যতা নেই ৷ এখনও পর্যন্ত সংস্থা অফিসিয়ালভাবে কোন কিছু জানায়নি ৷ স্যামসাং জানাচ্ছে, ‘ফোনটিকে নিয়ে অনেক তথ্য সামনে আনার কথা ভাবা হচ্ছে ৷বিশেষ করে স্পেসিফিকেশনের বিষয়টি ৷’ চলতি বছরের শুরু থেকেই স্যামসাং সেটটি নিয়ে তথ্য সামনে আনবে ৷ এমনই খবর ছড়িয়েছিল বাজারে ৷ তবে, বার বারই বিষয়টিকে স্থগিত করে চলেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি ৷ শুধু তাই নয়, পোস্টপন্ডের বিষয়টি নিয়ে একাধিকবার সমালোচনার সম্মুখীন হয় স্যামসাং৷
স্যামসাং সিইও বলেন, ‘ফোল্ডেবেল ফোন নিয়ে তৈরি হয়েছিল বেশ কিছু সমস্যা ৷ যেটির সমাধান করেছি আমরা ৷ গ্রাহকদের এই মুহুর্তে ফোল্ডেবেল ফোনের প্রয়োজনীয়তা রয়েছে কিনা বিষয়টি নিয়ে আমরা নিশ্চিত নই ৷ ফোনটির স্ক্রিন হতে চলেছে ফোল্ডেবল ৷ শেষপর্যায়ের কাজ চলছে ৷ ২০১৯ সালের প্রথম দিকেই ব্যবহারকারীরা পেতে চলেছেন ফোনটি’ ৷
সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, স্যামসাংয়ের প্রথম ফোল্ডেবল ফোনটিতে ৭.৩ ইঞ্চ ওএলইডি ডিসপ্লে থাকছে ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App