×

খেলা

সাফজয়ী নারী দলকে সংবর্ধনা দিল জনতা ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৮ পিএম

সাফজয়ী নারী দলকে সংবর্ধনা দিল জনতা ব্যাংক
গত বছর ঢাকায় বসেছিল সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। ওই আসরের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। গতকাল ২০১৭ সালের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশের কিশোরীদের সংবর্ধনা দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড। বুধবার বাফুফে ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি মং গাই চুং, জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম আজাদ, বাফুফের সহসভাপতি মহিউদ্দিন মহি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সদস্য আমিরুল ইসলাম বাবু ও মেয়েদের কোচ গোলাম রব্বানী ছোটন। জনতা ব্যাংকের পক্ষ থেকে সাফজয়ী মেয়েদের প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি কিছু উপহার সামগ্রীও দেয়া হয় মেয়েদের। দলের ২৩ ফুটবলার ২৫ হাজার টাকা করে পেলেও টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স দেখানো ডিফেন্ডার আঁখি খাতুন পেয়েছেন ১ লাখ টাকা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জনতা ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের এ উদ্যোগ মেয়েদের আরো অনুপ্রাণিত করবে। তিনি মেয়েদের উদ্দেশে বলেন, তোমরা আরো বড় টুর্নামেন্টের শিরোপা জিতে দেখাও, তাহলে আরো বড় কিছু পাবে। পরিশ্রম কর, তোমরা ভবিষ্যতে আরো উন্নতি করবে। এ সময় জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা বলেন, আজকের এ অনুষ্ঠানে আমরা কেউ নই, মেয়েরাই সম্মানিত অতিথি। ওদের খেলা দেখে মুগ্ধ হয়েছি। আমি তাদের দেখার জন্যই এখানে এসেছি। তবে আমরা মেয়েদের জন্য যতটুকু করছি তা যথেষ্ট নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App