×

জাতীয়

শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণের বার জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৫ এএম

শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণের বার জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শাখায় জিপারের কার্টন থেকে ২৫টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। জব্দ স্বর্ণের ওজন ২ কেজি ৫০০ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর কার্গো শাখায় অভিযান চালিয়ে এ স্বর্ণের বার জব্দ করা হয়। শুক্রবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে আসা এসকিউ ৪৪৬ ফ্লাইটে স্বর্ণ এসেছে এবং তা জিপারের কার্টনে কার্গো শাখায় লুকানো রয়েছে। পরে রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর কার্গো শাখায় অভিযান চালিয়ে প্লেট নং ৭০২৮১ এ সন্দেহজনক জিপার ভর্তি ২টি কার্টন বের করা হয়। দুই কার্টনের একটি ভারী হওয়ায় তা বিমানবন্দরের অভ্যন্তরে ব্যাগেজ বেল্টে এনে খুলে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ২৫টি স্বর্ণবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান সহিদুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App