×

আন্তর্জাতিক

নাইজেরিয়ারʿডেইলি লিডারশিপ’ অফিস পরিদর্শন বাংলাদেশ হাইকমিশনারের

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৭ এএম

নাইজেরিয়ারʿডেইলি লিডারশিপ’ অফিস পরিদর্শন বাংলাদেশ হাইকমিশনারের
নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান,এনডিসি, গত ১১ সেপ্টেম্বর সেদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা ʿডেইলি লিডারশিপ’ এর আবুজাস্থ অফিস পরিদর্শন করেন। এ সময় পত্রিকার চীফ অপারেটিং অফিসার (সিওও) বামিডেলে ফানিমোসহ উর্ধ্বতন সাংবাদিকবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বামিডেলে ফানিমো হাইকমিশনারকে স্বাগত জানিয়ে নাইজেরিয়া-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ়করণে তথ্য বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার ক্ষেত্রে তিনি সহায়তার আশ্বাস দেন। হাইকমিশনার তার বক্তব্যে পত্রিকার সিওও সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন যে ভবিষ্যতে হাইকমিশন এবং পত্রিকাটির মধ্যে সহযোগিতার একটি সুন্দর বন্ধন তৈরী হবে। পরে তিনি বাংলাদেশ সম্পর্কে তথ্য ও উপাত্ত সহ একটি চিত্র তুলে ধরেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ এর উপর আলোকপাত করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অভিযাত্রাসহ আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের দৃশ্যমান উপস্থিতির কথা জোরালোভাবে তুলে ধরেন। হাইকমিশনারের উপস্থাপনার সূত্র ধরে উপস্থিত সিনিয়র সাংবাদিকদের অনেকে বেশ কিছু বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং হাইকমিশনার তাদের প্রশ্নের জবাব দেন। মতবিনিময় শেষে হাইকমিশনার বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধিদের বিচার, আর্থ সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, ঐতিহ্য এবং রোহিঙ্গা সমস্যা সহ অন্যান্য বিষয়ে বেশ কিছু প্রকাশনা পত্রিকার সিওও-র হাতে তুলে দেন। অনুষ্ঠানে পত্রিকার উর্ধ্বতন সাংবাদিক ও নির্বাহী পরিচালকবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। হাইকমিশনের হেড অফ চ্যান্সারী মোহাম্মদ শাহ্ ইকরামুল হক-ও এসময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App