×

খেলা

জিম্বাবুয়ে দলে নেই রাজা; ফিরলেন টেইলর-আরভিন-উইলিয়ামস

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৫ পিএম

জিম্বাবুয়ে দলে নেই রাজা; ফিরলেন টেইলর-আরভিন-উইলিয়ামস
  আসন্ন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। দলে ফিরেছেন ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন ও সিন উইলিয়ামস। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় আসন্ন দুই সফরের জন্য দলে সুযোগ পাননি অল-রাউন্ডার সিকান্দার রাজা। দেশের মাটিতে সর্বশেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জিম্বাবুয়ে দলে ছিলেন না টেইলর-আরভিন-উইলিয়ামস। বেতন-ভাতা সংক্রান্ত দ্বন্দ্বের কারণে দল থেকে নিজেদের গুটিয়ে রেখেছিলেন এই তিন খেলোয়াড়। তবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বিবেচিত হয়েছেন তারা। সদ্যই হাঁটুর অস্ত্রোপচার করেছেন গ্রায়েম ক্রেমার। পুনর্বাসন প্রক্রিয়াতে থাকায় আসন্ন সফরগুলোর জন্য তাকে বিবেচনা করেনি জিম্বাবুয়ে বোর্ড। তবে ইনজুরি থেকে সুস্থ হয়ে আবারো দলে ফিরলেন অলরাউন্ডার সলোমন মির ও পেসার কাইল জার্ভিস। বাংলাদেশ সফরে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। ৩ নভেম্বর হবে ম্যাচটি। টেস্ট সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২১ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। প্রোটিয়া সফরে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে দল : ওয়ানডে দল : হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, সিন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, সলোমন মির, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নিউম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই চাতারা, চেফাস ঝুওয়াও। টেস্ট দল : হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড ত্রিরিপানো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নিউম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, তেন্ডাই চাতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App