×

আন্তর্জাতিক

সুইডেনে দুই জোটের ভোট সমান, অচলাবস্থার শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৮ পিএম

সুইডেনে দুই জোটের ভোট সমান, অচলাবস্থার শঙ্কা

সুইডেনের সাধারণ নির্বাচনে প্রধান দুই জোটের প্রাপ্ত ভোট প্রায় সমান। এতে সরকার গঠন নিয়ে অচলাবস্থা দেখা দেয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিবিসি।

নির্বাচনের ফলাফল গণনা প্রায় শেষ। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ক্ষমতাসীন মধ্য সোশ্যালিস্ট ডেমোক্র্যাটস, গ্রীন পার্টি ও তাদের মিত্ররা পেয়েছে ৪০ দশমিক ৬ শতাংশ ভোট। অন্যদিকে মধ্য ডান জোট জোটের ভোট ৪০ দশমিক ৩ ভাগ।

এ নির্বাচনে ১৮ ভাগ ভোট পেয়ে আলোচনায় এসেছে অভিবাসন বিরোধী ও জাতীয়বাদী সুইডেন ডেমোক্র্যাটস।

প্রধান দুই জোটের ভোট প্রায় সমান হওয়ায় সরকার গঠনে অন্যদের সমর্থন লাগবে তাদের। এক্ষেত্রে ডানপন্থী জাতীয়তাবাদী সুইডেন ডেমোক্র্যাটসের কাছে যেতে হতে পারে তাদের।

যদিও সুইডেন ডেমোক্র্যাটসের সঙ্গে সরকার গঠন না করার ঘোষণা দিয়েছে উভয় জোট। তবে সুইডেন ডেমোক্র্যাটস নেতারা বলছেন, সব দলের সঙ্গে আলোচনা করবেন তারা।

সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে অভিবাসন ‍বিরোধী ডানপন্থীদের উত্থান লক্ষ্য করা গেছে। সুইডেনের ভোটারদের একটি অংশও সে পথে হাঁটলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App