×

জাতীয়

যতই ট্রেন-লঞ্চে চড়ুন না কেন, ডুবন্ত নৌকাকে ভাসানো যাবে না- রিজভী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৩ পিএম

যতই ট্রেন-লঞ্চে চড়ুন না কেন, ডুবন্ত নৌকাকে ভাসানো যাবে না- রিজভী

ফাইল ছবি

বিএনপির কর্মসূচির ওপর পুলিশের আক্রমণ ‘নৃশংস দস্যুতা’র নামান্তর উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,‘এসব করে সরকারের শেষ রক্ষা হবে না। যতই ট্রেন ও লঞ্চে চড়ুন না কেন ডুবন্ত নৌকাকে আর ভাসানো যাবে না।’ আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ‘সরকারের ছলচাতুরী আর নিপীড়ন-নির্যাতনের অবসান হতে আর বেশি দিন সময় নেই।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘সরকার বিদায়ের প্রাক্কালে আতঙ্কিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী দলের কর্মসূচির ওপর ঝাঁপিয়ে পড়েছে। দলমন্য কিছু সংখ্যক পুলিশকে ব্যবহার করে সমগ্র পুলিশ বাহিনীকেই বিতর্কিত করছে সরকার। পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে তাদের ভাবমূর্তিকে চরম কালিমালিপ্ত করা হচ্ছে।’

পুলিশের ওপর জনগণের আস্থা এখন ‘শুন্যের কোঠায়’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘পুলিশ এখন আইনের লোক হওয়ার বদলে আওয়ামী লীগের লোক হওয়ার কারণে কবর থেকে উঠে আসা লাশের বিরুদ্ধে পুলিশকে উদ্দেশ্য করে ককটেল ছুঁড়ে মারার মামলা ,বাদী আসামিকে না চিনলেও পুলিশ আসামির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেয়। এসব ঘটনা দেশে-বিদেশে হাসির খোরাক।’

রিজভী বলেন, ‘নির্লজ্জ অবৈধ সরকার মূঢ় অহঙ্কার ও উন্মত্তায় বিচার বুদ্ধি হারিয়ে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচির ওপর। আজকেও রাজধানীসহ সারা দেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির ওপর। নির্বিচারে গ্রেপ্তার চলছে। গ্রেপ্তার থেকে রক্ষা পায়নি সাধারণ মানুষসহ বিএনপি নেতাকর্মীদের গাড়ি চালকও।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App