×

জাতীয়

জাতীয় ঐক্যে আ.লীগের থাকার সুযোগ নেই

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৯ পিএম

জাতীয় ঐক্যে আ.লীগের থাকার সুযোগ নেই
আওয়ামী লীগ গণতন্ত্রকে ‘বাক্সবন্দি’ করেছে, এজন্য তাদের জাতীয় ঐক্যে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হাস্যকর’ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসঙ্গ তুলে খন্দকার মোশাররফ বলেন, ‘যারা গণতন্ত্র বাক্সবন্দি করেছে, তাদের নিয়ে কি গণতন্ত্র পুনরুদ্ধারের ঐক্য সম্ভব? এ কারণেই জাতীয় ঐক্যে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই। বরং এই ঐক্য তাদের বিরুদ্ধেই।’ তিনি বলেন, ‘বিরোধী দলগুলোর জাতীয় ঐক্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির শীর্ষ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে, যে কারণে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের জাতীয় ঐক্য-বিরোধী কথাবার্তা বলছেন।’ ‘ষড়যন্ত্রের রাজনীতির অবসান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার আইন-সংবিধান উপেক্ষা করে হিংসার রাজনীতি চরিতার্থ করতেই খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে। তাকে চিকিৎসা না দিয়ে খারাপ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। এখন বিচারের নামে তাকে আরও সাজা দিতে কারাগারে আদালত বসিয়েছে।’ খালেদা জিয়াকে নিয়ে ‘ষড়যন্ত্র চলছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়া ও বিএনপিকে জাতীয় নির্বাচনের বাইরে রাখতেই সব ধরনের ষড়যন্ত্র চলছে।’ নির্বাচন কমিশনের সমালোচনা করে প্রাক্তন এই মন্ত্রী বলেন, ‘এই নির্বাচন কমিশনের মেরামত করতে হবে। নির্বাচন কমিশনের যা বলা ও করার কথা, তা সরকার ও আওয়ামী লীগ নেতারা করছেন।’ এ সময় আগামী নির্বাচনে সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানান খন্দকার মোশাররফ। আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App