×

জাতীয়

গোলাপগঞ্জে মেয়র পদে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪০ পিএম

গোলাপগঞ্জে মেয়র পদে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু
তফসিল ঘোষণার পর পরই গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে প্রার্থিতা নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা তৎপরতা। একই সঙ্গে চলছে প্রচারণাও। মেয়র পদ শূন্য ঘোষণার পর থেকে সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রচারণায় ধীরগতি দেখা গেলেও তফসিল ঘোষণার পর থেকে আটঘাট বেঁধে মাঠে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি উঠান বৈঠক, কুশল বিনিময় ও বিভিন্ন হাটবাজারে দলীয় কার্যালয়ে কর্মিসভার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত সোমবার সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও গোলাপগঞ্জ পৌরসভার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে লড়তে এ পর্যন্ত প্রচার-প্রচারণায় আছেন সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা জাকারিয়া আহমদ পাপলু, গত নির্বাচনের নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, গত নির্বাচনে বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। আর বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেনÑ সিলেট জেলা বিএনপির সহসভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলেকুজ্জ্বামান আলেক, মশিকুর রহমান মহি প্রমুখ। এদিকে গত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচন করবেন বলে জানিয়েছেন। গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন বলেন, উপনির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। তিনি প্রচারণায় পৌরবাসীর ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান। ইতোমধ্যে আ.লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা প্রচারণার পাশাপাশি নিজ দলের মনোনয়ন পেতে কেন্দ্রীয় হাইকমান্ডে বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি নিজ নিজ পক্ষে নেতাকর্মীদের সংগঠিত করার তৎপরতাও অব্যাহত রেখেছেন তারা। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু জানান, বিগত নির্বাচনের মতো এবারো আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক আমি আশা করছি। আমি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। বিগত দিনে মেয়র থাকাকালীন গোলাপগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মাধ্যমে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করেছিলাম। জনগণ আগের উন্নয়নের কথা বিবেচনা করে আমায় নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস। আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রুবেল বলেন, ছাত্রজীবন থেকেই আমি রাজনীতি ও নানা সামাজিক কাজে যুক্ত আছি। সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সেবা করতে চাই। দলের নেতাদের সঙ্গে আলোচনা করে গ্রিন সিগন্যাল পেয়ে মাঠে নেমেছি। আশা করি, আওয়ামী লীগের মনোনয়ন আমিই পাব। গত নির্বাচনে সিরাজুল জব্বার চৌধুরী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) হিসেবে মোবাইল ফোন প্রতীকে ৪ হাজার ৫৮২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন নারিকেল গাছ প্রতীক নিয়ে ৩ হাজার ২০৮ ভোট পান এবং তৎকালীন মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু নৌকা প্রতীক নিয়ে পেয়েছিলেন ২ হাজার ৪০৫ ভোট। বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পেয়েছিলেন ২ হাজার ৩৬০ ভোট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App