×

জাতীয়

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪১ পিএম

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ
আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানি করতে অনীহা প্রকাশ করায় মাছ রপ্তানি বন্ধ করে দেয়া হয়। আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, বুধবার সকালে ২১ লাখ টাকার প্রায় ১০ টন মাছ বন্দর দিয়ে ত্রিপুরায় রপ্তানি করা হয়। এ সময় স্থানীয় রাজনীতিবিদরা চাঁদার দাবিতে আগরতলা বন্দরে সন্ধ্যা পর্যন্ত মাছ আটকে রাখেন। এতে রপ্তানি হওয়া মাছের প্রায় ৯০ শতাংশই পচে যায়। সেখানকার স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে ব্যবসায়ীদের বিষয়টি নিয়ে সুরাহা না হওয়ায় আগরতলা বন্দরের আমদানিকারকরা মাছ আমদানি করতে অনীহা প্রকাশ করে আমাদের জানিয়ে দেন। পরে লোকসানের কথা চিন্তা করে বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান ইমাম ব্রাদার্সের মালিক মো. আব্বাস উদ্দিন ভূঁইয়া জানান, ভারতের ব্যবসায়ীদের কাছ থেকে সেখানকার একটি রাজনৈতিক দলের লোকজন চাঁদা দাবি করে আসছিলেন। এ অবস্থায় ওই লোকজন বুধবার বন্দরের ফটক বন্ধ করে দেন। পণ্য ছাড়িয়ে নেয়ার বিষয়ে আমরাও অনেক চেষ্টা করে ব্যর্থ হই। বিষয়টি দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, পণ্য আটকে থাকায় বিরাট অঙ্কের টাকা লোকসান গুনতে হয়েছে। এ অবস্থা চলতে থাকলে বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পণ্যই আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়া হবে। আখাউড়া স্থলবন্দরের কাস্টমস সুপারিনটেনডেন্ট শান্তি বরণ চাকমা জানান, মাছ রপ্তানি বন্ধ থাকার বিষয়টি ব্যবসায়ীরা আমাদের অবগত করেছেন। বিষয়টি সমাধানে ভারতের সংশ্লিষ্টদের সঙ্গে কথা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App