×

বিনোদন

সালমান শাহকে নিয়ে সোহানুর রহমান সোহানের স্মৃতিচারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৬ পিএম

সালমান শাহকে নিয়ে সোহানুর রহমান সোহানের স্মৃতিচারণ
পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরেই চলচ্চিত্রে আগমন ঘটেছিল নায়ক সালমান শাহের। তার ২২তম প্রয়াণ দিবসে তাকে নিয়ে স্মৃতিচারণ করলেন সোহানুর রহমান সোহান
তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে পছন্দ করতেন। সালমান ছিল গড গিফটেড। আমি তো প্রথম ছবিতে দেখেছি। ওকে দেখে আমার এটাই মনে হয়েছে। মজার একটা ঘটনা বলি। প্রথমে কিন্তু সালমান শাহকে নেব না বলে স্থির করেছিলাম। কারণ আমি যখন নতুন মুখ খুঁজছিলাম তখন মিসেস আলমগীর আমাকে একটা নাম্বার দিল ওর নাম ইমন। তখন তো ল্যান্ডফোনের সময়। ওর বাসায় ফোন দিলাম। ওপাশ থেকে কেউ একজন ফোন ধরে বলল ও তো বাসায় ফিরেনি। কখন ফিরবে তার কোনো ঠিক নেই। কোনোদিন বাসায় ফিরেও না। তো ভাবলাম এরকম একটা ছেলেকে কেন নেব। এখনই যখন এরকম তখন তাকে তো ঠিকভাবে পাওয়া যাবে না। তারপর ওর আশা ছেড়ে দিয়ে নতুন নায়ক বানানোর জন্য প্রচুর ছেলে দেখলাম। আসলো গেলো। কিন্তু পছন্দ হলো না। তো একদিন এক মহিলা এক ছেলেকে নিয়ে ম্যাক ডোনাল্ডে রেস্টুরেন্ট এলো। তাকে দেখে বিদায় দিয়ে চাইনিজের অর্ডার দিয়ে ভাবলাম ইমনকে আর একটা ফোন দেই। এরপর বাসায় ফোন ধরল ইমনই। তাকে বললাম তুমি কি আসতে পারবে? সে বলল হ্যাঁ আসতে পারবÑ মিনিট বিশেক লাগবে। তারপর ইমনের জন্য অপেক্ষা করতে করতেই হঠাৎ সিসি ক্যামেরায় একটা ছেলের ছবি ভেসে উঠল। হোটেলে ঢুকছে। বাবু ভাই আমার সঙ্গে ছিল। আমি তাকে বললাম বাবু ভাই আমার হিরো আমি পেয়ে গেছি। পরে দেখলাম ছেলেটা কাউকে খুঁজছে। ডেকে জিজ্ঞাসা করতেই জানতে পারলাম সে আমাকেই খুঁজছে। এরপর কথা বললাম। তাকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা-মা কি রাজি হবেন? সে জবাব দিল হ্যাঁ। তাদের সঙ্গে কথা বলা যাবে? বলল এখন তো বাবা নেই তবে মা আছেন। চলেন যাই। এরপর সালমানকে রিকশায় করে ওর বনানীর বাসায় গেলাম। অনেক কথাও হলো ওর সঙ্গে। আমাদের তখন পাঁচটা ছবির কপিরাইট আনা হয়েছিল। ও তখন বলল ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিটি ছাব্বিশ বার দেখেছে। তো তাকে জিজ্ঞেস করলাম কেয়ামত সে কেয়ামত তকই কি তুমি করবে? তো সেভাবেই তাকে নিয়ে কেয়ামত থেকে কেয়ামত নির্মিত হলো। ওর বাসায় গিয়ে বলার পর ওর মা তো ব্যাপক খুশি। আমার এক ভাবীর পরিচিত ছিলেন নীলা চৌধুরী। সেটা বলার পর ব্যাপারটা আরো সোজা হলো। ওর মা বলল আমি ওকে তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে গড়ে তোল। এরপর সালমানকে ৬ মাসের জন্য ট্রেইনড আপ করা হয়। নাচগান, ফাইট এবং অভিনয়ের ওপর। ১৯৯২ সালের ৩১ আগস্ট কেয়ামত থেকে কেয়ামত ছবির মহরত হয়। আর শুটিং শুরু করি ১৩ সেপ্টেম্বর। সালমান-মৌসুমীকে নিয়ে কাজ করতে খুব একটা সমস্যা হয়নি। কারণ আমি বুঝতাম তাদের নিয়ে কীভাবে কাজ করতে হবে। ছবি মুক্তি পেল ঈদের দিন। ছবি দেখতে গেলাম আনন্দ হলে। গিয়ে দেখলাম লোকজন কম। আমি হতাশ হলাম। এরপর সন্ধ্যার দিকে মৌসুমীকে নিয়ে কয়েকটা হলে গিয়ে ঢুঁ মারি। সালমানের সঙ্গে ছবিটি কোনোদিনই দেখা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App