×

খেলা

লিটনের চ্যালেঞ্জ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৮ পিএম

লিটনের চ্যালেঞ্জ
এশিয়া কাপ দরজায় কড়া নাড়ছে। আর মাত্র ৮ দিন পর আরব আমিরাতে শুরু হচ্ছে এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। সংযুক্ত আরব আমিরাতে ১৫ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপে অপর দল আফগানিস্তান। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে খেলবে বাছাই পেরিয়ে আসা একটি দল। আজ বৃহস্পতিবার মিরপুরে শেষ দিনের মতো অনুশীলন করবে বাংলাদেশ দল। দুদিন বিরতি দিয়ে রবিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ। ইতোমধ্যেই ১৫ সদস্যের দল চূড়ান্ত। সাকিব এবং মাহমুদউল্লাহ ছাড়া বাকি ১৩ জন নিয়মিত অনুশীলন করছেন। এশিয়া কাপে তামিমের সঙ্গে ইনিংস ওপেন করবেন লিটন দাস। এর আগে তামিমের সঙ্গী নিয়ে বেশ চিন্তিত ছিল বিসিবি। কখনো ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, সৌম্য সরকারকে নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা চললেও এবার লিটনকে নিয়ে ইনিংস উদ্বোধন করবেন তামিম ইকবাল। প্রায় তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। এখনো দলে স্থান মজবুত করতে পারেননি লিটন দাস। প্রতিভাবান ব্যাটসম্যান কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না। দলে নিয়মিত হওয়াটা এখনো বড় চ্যালেঞ্জ লিটনের জন্য। এবার এশিয়া কাপের দলে দুই ওপেনার সৌম্য সরকার ও এনামুল হক নেই। বোঝা যাচ্ছে, তামিম ইকবালের সঙ্গে ওপেন করবেন লিটন। এবার চ্যালেঞ্জে জয়ী হতে মরিয়া মারকুটে ওপেনার লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ৩৭ ইনিংসের ১২টিই লিটন আউট হয়েছেন ২০ থেকে ৪০ রানের মধ্যে। এখনো পর্যন্ত ফিফটি পেয়েছেন মাত্র ৪টি। ভালো শুরুর পর লিটনের ইনিংস বড় হয় না কেন? এ প্রসঙ্গে লিটন বলেন, যারা বড় ক্রিকেটার তারা ভালো শুরু করতে পারলে ইনিংস লম্বা করে। এখনো বড়দের কাতারে যেতে পারিনি তো, তাই বড় ইনিংস খেলা হচ্ছে না। চেষ্টা করছি ভালো কিছু করার, যেন বড় কিছু করতে পারি। ইনিংস বড় করার উপায়ও অজানা নয় লিটনের, আউট হতে একটি বলই যথেষ্ট। কাজ করছি যে কোন শটগুলো নিখুঁত খেলা যায়। শুধু উইকেটে থাকলে তো হবে না, রানও করতে হবে। আর রান করতে হলে উইকেটে টিকে থাকলেই হবে না, ব্যাটও চালাতে হবে। এ বিষয়গুলোই এখন বিবেচনা করছি যে কোন শটটি খেললে রান পাওয়া যাবে। এশিয়া কাপে স্থান পাওয়াটাকে তিনি বড় সুযোগ হিসেবে নিচ্ছেন। তরুণ এই ওপেনার বলেন, আমার জন্য এটি একটি ভালো সুযোগ। অনেক দিন ওয়ানডে দলের বাইরে আছি। যদি সুযোগ পাই অবশ্যই ভালো করার চেষ্টা করব। দলের সঙ্গে এশিয়া কাপে একটি বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। আর যদি ওপেনিংয়ে খেলি এখানে ভালো করাটা অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জিং। চেষ্টা করব নিজের শতভাগ দেয়ার। সে অনুযায়ী অনুশীলন করছি। ব্যাটিংয়ের কাজও চলছে। দেখা যাক কী করা যায়। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচের বিভিন্ন পরিস্থিতি নির্ধারণ করে অনুশীলন চালিয়েছে এশিয়া কাপের স্কোয়াডে থাকা ১৩ টাইগার ক্রিকেটার। এশিয়া কাপে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন কে? সাব্বির রহমান রুম্মনের শাস্তি চূড়ান্ত করতে গত ১ সেপ্টেম্বর বোর্ডে এসেছিলেন বিসিবি প্রধান। সেখানে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন, জালাল ইউনুস, আকরাম খান, লোকমান হোসেন ভূঁইয়া এবং ইসমাইল হায়দার মল্লিকসহ এবং কজন শীর্ষ পরিচালকের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে এশিয়া কাপের ম্যানেজার নিয়েও কথা হয়। তাতে ম্যানেজার হিসেবে খালেদ মাহমুদ সুজন আর জালাল ইউনুসের নাম উঠে আসে। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় জালাল ইউনুসের আরব আমিরাত যাওয়ার সম্ভাবনা কম। এ ক্ষেত্রে খালেদ মাহমুদ সুজনই টাইগারদের সঙ্গে ম্যানেজার হিসেবে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App