×

জাতীয়

ব্যাহত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৪ পিএম

ব্যাহত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম
তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচকে এশিয়ার ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। দেশে তামাক কোম্পানির হস্তক্ষেপের কারণে ব্যাহত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম। এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ এর নির্দেশনাবলী বাস্তবায়নের অগ্রগতিও সন্তোষজনক নয়। তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে আর্টিক্যাল ৫.৩ এর আলোকে নীতিমালা তৈরি প্রয়োজন। ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক : এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ বাস্তবায়ন প্রতিবেদন, বাংলাদেশ-২০১৮’ গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। গতকাল বুধবার সকালে সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গেস্ট অব অনার ছিলেন সংসদ সদস্য ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের অনারারি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এটিএন বাংলার প্রধান প্রতিবেদক ও আত্মার কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে গবেষণা ফলাফল উপস্থাপন করেন প্রজ্ঞার কো-অর্ডিনেটর হাসান শাহরিয়ার। পরিকল্পনামন্ত্রী বলেন, তামাক গ্রহণ ও ধূমপানকে নিরুৎসাহিত করতে আগামী বাজেটে এসব পণ্যের ওপর কর বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সাবের হোসেন চৌধুরী বলেন, সংবিধানের ১৮.১, ৩১ ও ৩২ ধারায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তামাক নিয়ন্ত্রণের কথা বলা আছে। আমরা এফসিটিসি না বুঝলেও সংবিধানতো বুঝি? বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-তে যদি সরকারের ১০ দশমিক ৮৫ শতাংশ শেয়ার থাকে তাহলে কীভাবে তামাক নিয়ন্ত্রণ করা সম্ভব? এটি তামাক নিয়ন্ত্রণের অন্তরায়। তামাক কোম্পানিগুলোকে লাভজনক রেখে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়। তামাক কোম্পানির ব্যবস্যা আমাদের দেশে লাভজনক বলে জাপান টোব্যাকো কোম্পানি আমাদের দেশে ব্যবসা করতে এসেছে। আমাদের তা প্রত্যাখ্যান করার উচিত। আবুল কালাম আজাদ বলেন, আমরা এফসিটিসি বাস্তবায়নে কেবল সমর্থনই করে যেতে চাই না, সক্রিয়ভাবে অংশগ্রহণও করতে চাই। এ ব্যাপারে আগের তুলনায় আমরা আরো বেশি শক্তিশালী অবস্থানে আছি। কারণ এফসিটিসি বাস্তবায়নের ব্যাপারে যেখানে প্রধানমন্ত্রী তার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেখানে রাষ্ট্রযন্ত্রের কাজই হচ্ছে তা বাস্তবায়ন করা। অনুষ্ঠানে তামাক কোম্পানির সঙ্গে যোগাযোগ বা আলোচনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য আর্টিক্যাল ৫.৩ এর গাইডলাইনের আলোকে নীতিমালা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App