×

জাতীয়

দেড় লাখ জাল টাকাসহ কারবারি গ্রেপ্তার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৬ পিএম

দেড় লাখ জাল টাকাসহ কারবারি গ্রেপ্তার
ঝালকাঠিতে জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সদর উপজেলার পরমহল গ্রাম থেকে শেখ আ. ছালাম নামে এই জাল টাকার কারবারিকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেট থেকে ১,৪৫,০০০ জাল টাকা উদ্ধার করা হয়। শেখ ছালাম পরমহল গ্রামের মৌলভী মাহাবুবুর রহমানের পুত্র। বরিশাল ব্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মাসুদ রানা এবং সিনিয়র সহকারী পরিচালক হাছান আলীর নেতৃত্বে র‌্যাবের এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় একটি মামলা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৮ বিজ্ঞপ্তিতে জানায়, জাল টাকা বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদে ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামে অভিযান চালিয়ে শেখ আ. ছালাম আটক করে জিজ্ঞাসাবাদে তার পকেটে থাকা ১০০০ টাকার ৪৭টি নোট অর্থাৎ ৪৭,০০০ টাকা এবং ৫০০ টাকার ১৯৬টি নোট অর্থাৎ ৯৮,০০০ টাকা জাল নোট উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া শেখ ছালাম এর আগেও জাল টাকাসহ গ্রেপ্তার হয়ে জেল খাটেন। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গাইনকে একাধিকবার ফোন করলেও মুঠো রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App