×

খেলা

উয়েফা নেশনস লিগ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩০ পিএম

উয়েফা নেশনস লিগ শুরু
আজ থেকে ইউরোপীয় অঞ্চলে নতুন এক টুর্নামেন্টের যাত্রা শুরু হতে যাচ্ছে। বিশ্বকাপ ফুটবল এবং উয়েফা ইউরোর পাশাপাশি উয়েফাভুক্ত দেশগুলোর জন্য উয়েফা নেশনস লিগ চালু হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের জুন মাসে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টটি এখন থেকে প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হবে। প্রথম আসরের উদ্বোধনী দিনে আজ রাতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি সদ্য বিশ্বকাপজয়ী ফ্রান্সের মোকাবেলা করবে। উয়েফা সদস্যের আওতায় থাকা ৫৫টি দেশকে মোট ৪টি গ্রুপে ভাগ করে এ টুর্নামেন্ট চালু করা হয়েছে। গ্রুপ নির্ধারিত হয়েছে দেশগুলোর ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। তা ছাড়া এ গ্রæপগুলোর মধ্য প্রমোশন ও রেলিগেশনের ব্যবস্থাও আছে। সেটিও র‌্যাংঙ্কিংয়ের ভিত্তিতেই করা হয়েছে। ৪টি গ্রুপের মধ্য লিগ ‘এ’ এবং ‘বি’ তে ১২টি করে দেশ রয়েছে। লিগ ‘এ’ এবং লিগ ‘বি’কে আরো ৪টি করে গ্রুপে ভাগ করা হয়েছে। লিগ ‘এ’ তে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ডের মতো দেশের অবস্থান। যেখানে গ্রুপ নম্বর ১-এ রয়েছে জার্মানি, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের মতো শক্তিধর দেশ। গ্রুপ নম্বর ২-এ আছে বেলজিয়াম, সুইজারল্যান্ড এবং আইসল্যান্ড। গ্রুপ নম্বর ৩-এ বেশ শুক্তশালী দেশগুলোর অবস্থান। এখানে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল থেকে শুরু করে ইতালি এবং পোল্যান্ড। অন্যদিকে লিগ ‘বি’ তে রয়েছে রাশিয়া, সুইডেন, অস্ট্রিয়া এবং ওয়েলসের মতো দেশ। লিগ ‘সি’ তে ১৫টি এবং ‘ডি’ তে ১৬টি দেশের অবস্থান। ‘সি’ গ্রুপে ৩টি দেশ নিয়ে ১টি গ্রুপ এবং বাকি ১২টি দেশ নিয়ে ৩টি গ্রæপ গঠিত। ৪টি করে দেশের সমন্বয়ে গ্রুপ ‘ডি’ গঠিত। নতুন এ টুর্নামেন্টের ফলে ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো আর অনুষ্ঠিত হবে না। সর্বপ্রথম ২০১৩ সালে এ টুর্নামেন্টের ধারণা আসে। সে সময় নরওয়ে ফুটবল ফেডারেশন ইঙ্গিত দেয় যে, ফিফা এরকম একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। নতুন এ টুর্নামেন্ট ছাড়াও উয়েফা অঞ্চলে আরো বেশ কয়েকটি প্রতিযোগিতা বিদ্যমান। ক্লাব পর্যায়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি আ, জার্মান বুন্দেসলিগার মতো ঘরোয়া প্রতিযোগিতাগুলোও ফুটবলবোদ্ধাদের কাছে অনেক জনপ্রিয়। সেগুলোর পাশাপাশিই উয়েফা নেশনস লিগের সূচনা হতে যাচ্ছে আজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App