×

আন্তর্জাতিক

সিরিয়ার নিরাপত্তা নিয়ে তুরস্ক-রাশিয়ার বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪০ পিএম

সিরিয়ার নিরাপত্তা নিয়ে তুরস্ক-রাশিয়ার বৈঠক

সিরিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সর্বশেষ মঙ্গলবার তুরস্ক-রাশিয়ার বৈঠক হয়েছে। বুধবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানায়, বৈঠকে সিরিয়ার সর্বশেষ উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গুরুত্ব দেয়া হয়েছে। ভবিষ্যতে দেশটির ভালোর জন্য যৌথভাবে কাজ করা হবে।

এদিকে আগামী শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তেহরানে সিরিয়া নিয়ে ত্রিদেশীয় বৈঠকের কথা রয়েছে। বিষয়টি মঙ্গলবার পুতিনের প্রতিনিধি গণমাধ্যমকে নিশ্চিত করে। আর এমন বৈঠকের আগেই রাশিয়া সিরিয়ার ইদলিবে জঙ্গি বিমান হামলা চালাচ্ছে। সর্বশেষ খবরে জানা যায় রাশিয়ার বিমান হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App