×

জাতীয়

বিএনপির ৩ দিনের কর্মসূচি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪০ পিএম

বিএনপির ৩ দিনের কর্মসূচি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও কারাগারের ভেতরে আদালত স্থানান্তরের প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি দিয়েছে দলটি। কারাগারের ভেতরে আদালত স্থানান্তরকে ‘অসাংবিধানিক’ অভিহিত করে এর প্রতিবাদে ৮ সেপ্টেম্বর শনিবার ঢাকা মহানগরীসহ সারা দেশের জেলা সদর ও মহানগরীতে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন হবে। দেশের সকল জেলা ও মহানগরে অনুরুপ কর্মসূচি পালিত হবে। ১২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকায় মহানগর নাট্যমঞ্চ অথবা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে প্রতীকী অনশন করবে দলটির নেতা-কর্মীরা। দেশের সকল জেলা এবং মহানগর সদরে একই কর্মসূচি পালিত হবে। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App