×

তথ্যপ্রযুক্তি

বাজারে আসছে পৃথিবীর প্রথম স্মার্ট হেডফোন ‘ওরা-এক্স’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:১১ পিএম

বাজারে আসছে পৃথিবীর প্রথম স্মার্ট হেডফোন ‘ওরা-এক্স’
এতোদিন হেডফোন দিয়ে শুধু গান, ভিডিও শোনা যেত। এখন এমন এক স্মার্ট হেডফোন বাজারে আসছে যা দিয়ে ভিডিও থেকে শুরু করে ইউটিউবে গান শোনা যাবে। যা হাত দিয়ে টাচ করলেই হবে। এটির মডেল ‘ওরা-এক্স’। এটি দিয়ে গেম খেলতে পারবেন,ছবি তুলতে পারবেন, আবার সাথে সাথে শেয়ারও করতে পারবেন এবং বিভিন্ন নোটিফিকেশন দেখতে পারবেন,কনটেন্ট শেয়ার করতে পারবেন। এটি তৈরি করেছে ইউরোপের অপটিনভেন্ট (Optinvent)নামক কোম্পানি। প্রতিষ্ঠানটি এটিকে পৃথিবীর প্রথম স্মার্ট হেডফোন হিসেবে দাবি করেছে। এই হেডফোন দিয়ে আপনি অ্যাপ এবং গেম ডাউনলোড করতে পারবেন বলেও জানিয়েছে অপটিনভেন্ট। ওরা-এক্স এ আছে এআর ডিসপ্লে , অটো ফোকাস ক্যামেরা, পজিশন সেন্সর, ৫০ মিলিমিটার স্পীকার,এবং একটি টাচপ্যাড। যা দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে। আপনি ব্যায়াম করার সময় এটি ব্যবহার করতে পারবেন,কারণ ওরা-এক্স হেডফোন তখন আপনাকে দেখাবে আপনি কত কিলো হাঁটলেন কিংবা কত ক্যালরি বার্ণ করেছেন। এই হেডফোনের নির্মাতারা আরও ইউনিক নতুন আপডেট আনবে বলে জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App