×

খেলা

পিসিবির সভাপতির দায়িত্বে মানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৩ পিএম

পিসিবির সভাপতির দায়িত্বে মানি
নাজাম শেঠির পর গতকাল তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি। এদিন তিনি পিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতির কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। নাজাম শেঠি গত বছরের আগস্ট মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে আসীন হয়েছিলেন। দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেঠির সভাপতির দায়িত্ব নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়। কারণ ইমরানের সঙ্গে শেঠির সম্পর্কটা মোটেই ভালো ছিল না। যে কারণে শেঠি এক মাস আগেই পিসিবির সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এরই ফলশ্রুতিতে নতুন করে সভাপতির দায়িত্ব নেয়ার জন্য আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি মনোনয়নপত্র জমা দেন। উক্ত পদটির জন্য আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বোর্ড সভা গতকাল তাকে সর্বসম্মতিক্রমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করে। এদিন অন্তর্র্বর্তীকালীন সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি আফজাল হায়দারের সভাপতিত্বে বোর্ডের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এখানেই তাকে সভাপতির দায়িত্ব দেয়া হয়। তবে পাকিস্তানের নির্বাচন শেষেই মানি পিসিবি সভাপতি হিসেবে নির্বাহী ক্ষমতা অর্জন করেছিলেন। স্বয়ং ইমরান খানই তাকে সভাপতির পদে নিয়োগ দেন। এ ক্ষেত্রে গতকালের সভাপতি নির্বাচনের প্রক্রিয়াটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। নির্বাচন প্রক্রিয়া শেষে মানি নতুন সভাপতি হিসেবে বিওজি সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনাতেও বসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App