×

জাতীয়

নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৭ পিএম

নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক
নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ ৭ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জলদস্যুদের কাছ থেকে ৬টি বন্দুক, ১০টি কার্টুজ ও ৫টি রামদা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোর রাতে হাতিয়ার চর কিং ইউনিয়নের ব্রিজবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার চরখিল এলাকার আব্দুল মোতালেবের ছেলে সাহাব উদ্দিন (৪০), নেছার (২৬), মনছুর আহমদের ছেলে হেলাল উদ্দিন (২৯), আলা উদ্দিনের ছেলে জামশেদ হোসেন (২০), শাহজাহানের ছেলে বাহার উদ্দিন (৩৫), ওজি উল্যার ছেলে দেলোয়ার হোসেন (৪২) ও তহসিল আহমদের ছেলে মাহমুদুল হক (৫৮)। হাতিয়া কোস্টগার্ড এর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল জানান, আটককৃতরা হাতিয়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোরে ব্রিজ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানে বসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ৭ ডাকাতকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করার পর হাতিয়া থানায় সোপর্দ করা হবে। হাতিয়া থানার ওসি তদন্ত জাকির হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত তাদের নিকট আটককৃত কাউকে থানায় হস্তান্তর করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App