×

জাতীয়

দুর্ভোগে দুই উপজেলার লক্ষাধিক মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫২ পিএম

দুর্ভোগে দুই উপজেলার লক্ষাধিক মানুষ
হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট-পাঠানপাড়া মিয়ারচড় খেয়াঘাট পর্যন্ত সড়কের বেহাল দশায় পথচারীসহ যান চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই উপজেলার লক্ষাধিক মানুষকে। জানা যায়, তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ও দক্ষিণ, বাদাঘাট, পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাটের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রতিদিন লক্ষাধিক মানুষ বাদাঘাট-পাঠানপাড়া সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে ৫ কিলোমিটার এ সড়কে বাদাঘাট বাজার বাদামপট্টি থেকে পাঠানপাড়া খেয়াঘাট পর্যন্ত রাস্তাটি ভাঙাসহ খানাখন্দে ভরে গেছে। এ ছাড়া পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রাম থেকে সিরাজপুর পর্যন্ত ৩ কিলোমিটার সড়কও গর্ত আর খানাখন্দে ভরপুর হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে সড়কটিতে প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। সিরাজপুর গ্রামের কামাল মিয়া বলেন, পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার অন্যতম বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট বাজারটি জেলার সবচেয়ে বড় বাজার। এ বাজারে আমাদের উপজেলার অনেক লোক নানা কাজে যাতায়াত করেন কিন্তু রাস্তাটি খারাপ হওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাহিরপুর উপজেলার দীঘিরপাড় গ্রামের স্বাস্থ্যকর্মী সাহাব উদ্দিন বলেন, এ সড়ক দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্তমানে রাস্তাটির বেহাল দশায় দুই উপজেলার লক্ষাধিক মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলেই রাস্তা ডুবে গিয়ে ঘটছে দুর্ঘটনা। আলহাজ জয়নাল আবেদীন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী রোজী বলেন, এ রাস্তা দিয়েই আমিসহ আমাদের গ্রামের অনেক শিক্ষার্থী যাতায়াত করে থাকি। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচুরা থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে। বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয় পরিষদ চেয়ারম্যান এরশাদ মিয়া জানিয়েছেন, আমি রাস্তাটির বিষয়টি মাসিক সমন্বয় সভায় বলেছি এবং উপজেলা প্রকৌশলীকেও অবগত করেছি। তিনি বলেছেন, আমরা রাস্তাটির স্কিম তৈরি করে কার্যাদেশের জন্য প্রধান কার্যালয়ে পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদিত হয়ে এলেই রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে বলে আশা করি। এলজিইডি তাহিরপুর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আলমগীর হোসেন জানান, রাস্তাটির প্রকল্প তৈরি করে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App