×

জাতীয়

চট্টগ্রামে মাদক বিরোধী অভিযানে ১৭ জনকে দণ্ড

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৮ পিএম

মাদককারবারিদের আটক করতে নগরীর কর্নেলহাট ও সিটি গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম। এ সময় ইয়াবা, গাঁজা ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জামসহ ১৭ মাদককারবারিকে হাতেনাতে আটক করেন ম্যাজিস্ট্রেট। পরে আটক ১৬ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অর্থদণ্ড এবং ১ জনকে ১০ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট রমিজ আলম বলেন, কর্নেলহাট ও সিটি গেট এলাকায় বেশ কিছু দিন ধরে মাদককারবারিদের দৌরাত্ম্য চলছিল। এতে এলাকাবাসী, বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মাদকে আসক্ত হয়ে পড়েন। এ কারণে মাদককারবারিদের আটক করতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, মাদককারবারিদের আটক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক মো. শামিম হোসেন। চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App