×

জাতীয়

হুমকিতে বাড়িছাড়া সংখ্যালঘু পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৭ পিএম

হুমকিতে বাড়িছাড়া সংখ্যালঘু পরিবার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকরচর গ্রামে পলাশ মন্ডল (৩২) নামে এক সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। নির্যাতনে আহত পলাশের স্ত্রী চুমকি রানী মন্ডলকে (২১) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাশ তার স্ত্রী, সন্তান নিয়ে বাড়ি ছেড়ে উপজেলা সদরে বসবাস করছেন। জানা যায়, উপজেলার লংকরচর গ্রামের পলাশ মন্ডলের সঙ্গে ওই গ্রামের বিএনপি সমর্থক শাহিন মোল্লার (২৮) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই রেশ ধরে শনিবার সকালে বিএনপির সমর্থক শাহিদুলের নেতৃত্বে ওই গ্রামের বখাটে সন্ত্রাসী শাহিন মোল্লা (২৮), মিলন মোল্লা (৩২), খায়ের মোল্লা (৩০), মো. আরিফ শেখ (৩০) ও সুমন বাওয়ালীসহ সন্ত্রাসীরা পলাশ মন্ডলের ঘরে ঢুকে তাকে টেনেহিঁচড়ে লোহার রড দিয়ে বেধড়ক পেটান। এ সময় তার স্ত্রী চুমকি রানী মন্ডল সংঘর্ষ ঠেকাতে গেলে তাকেও মারধর করে মারাত্মক আহত করেন। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় চুমকি মন্ডলের গলা থেকে বারো আনা ওজনের একটি স্বর্ণের চেন, ঘরের আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৩৩ হাজার টাকা, এক ভরি ১০ আনা ওজনের একটি সোনার নেকলেস নিয়ে যান। এ সময় তারা এলাকা ছেড়ে যাওয়ারও হুমকি দেন। এ ঘটনায় পলাশ মন্ডল বাদী হয়ে ৬ জনকে আসামি করে রবিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত শাহিন মোল্লা বলেন, তাকে মারধর সেভাবে করা হয়নি। দু-চারটা চড়-থাপ্পড় দেয়া হয়েছে। থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App