×

জাতীয়

ফুলবাড়ীতে ইজতেমার প্রস্তুতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৭ পিএম

ফুলবাড়ীতে ইজতেমার প্রস্তুতি
দিনাজপুরের ফুলবাড়ীতে আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর জেলা ইজতেমা। ইজতেমা সফল করতে রাত-দিন মাঠের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে তাবলিগের মুরব্বিরা। উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর ঈদগাহ মাঠে এই জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। দিনাজপুর জেলা ইজতেমা অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে মাঠের প্রস্তুতির কাজ প্রায় সম্পূর্ণ করেছে আয়োজক কমিটি। রবিবার বেলা ১২টায় অনুষ্ঠিতব্য ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, মাঠের ছাউনি দেয়া হয়েছে, আশপাশ এলাকায় তৈরি হচ্ছে অস্থায়ী দোকান। তাবলিগের মুরব্বিরা এখন অস্থায়ী টয়লেট তৈরির কাজে ব্যস্ত। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অস্থায়ী ক্যাম্প স্থাপন করছে। ফুলবাড়ী উপজেলা তাবলিগের আমির আলহাজ মো. আফতাব উদ্দিন বলেন, তাবলিগের কেন্দ্রীয় সিদ্ধান্তে এ বছর দিনাজপুর জেলা ইজতেমা ফুলবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর আমবয়ানের মধ্য দিয়ে এই ইজতেমার কাজ শুরু হবে। দিনাজপুর জেলা ইজতেমার আমির আলহাজ মেহেরুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যর একটি আয়োজক কমিটি এই ইজতেমার সব কাজ ইতোপূর্বে সম্পূর্ণ করেছে। এদিকে দিনাজপুর জেলা ইজতেমায় অংশ নেয়ার জন্য দূর-দূরান্ত থেকে তাবলিগ জামাতের দল উপজেলার বিভিন্ন মসজিদে আসতে শুরু করেছে, তারা মসজিদে তিন দিন সময় দিয়ে সরাসরি ইজতেমায় যোগ দেবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষার্থে দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক সব প্রস্তুতি নেয়া হয়েছে। ইজতেমা মাঠে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App