×

খেলা

অতিরিক্ত সময়ে আলীর গোলে জয় পাকিস্তানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৯ পিএম

অতিরিক্ত সময়ে আলীর গোলে জয় পাকিস্তানের

শেষ বাঁশি বাজতে সেকেন্ডের ব্যবধান মাত্র। পাকিস্তান ও নেপালের মধ্যকার খেলাটি ড্রয়ে মীমাংসা হবে, এটাই অনুমেয় ছিল। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে (২-১) দলকে জয় উপহার দেন মোহাম্মদ আলী।

মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ১০তম আসর। ঢাকায় তৃতীয়বারের মতো আয়েজিত প্রতিযোগিতার উদ্বোধনী খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে পাকিস্তান ও নেপাল।

খেলার ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পাকিস্তানকে ১-০তে এগিয়ে নেন মোহাম্মদ রিয়াজ। গোল পরিশোধে মরিয়া নেপাল একের পর এক আক্রমণ চালিয়ে যায়।

খেলার ৮২ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বাঁ-পায়ের জোরালো শটে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান নেপালের বিমল।

খেলার শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে কাউন্টার অ্যাটাক থেকে মোহাম্মদ আলীর গোলে জয় নিশ্চিত করে পাকিস্তান।

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই গ্রুপে খেলছে সাতটি দেশ। এ-গ্রুপে নেপাল, পাকিস্তান, ভুটান ও স্বাগতিক বাংলাদেশ। ২০০৩ ও ২০০৯-এর পর তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে সাফ ফুটবল। সার্কভুক্ত দেশগুলোর প্রায় দেড়শ’ কোটি মানুষের চোখ থাকবে ঢাকার দিকে। সাফের এটা দশম আসর। সব দল এখন ঢাকায়।

মঙ্গলবার দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৭টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App