×

খেলা

জেমি ডের শিষ্যদের সাফ মিশন শুরু কাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৪ পিএম

জেমি ডের শিষ্যদের সাফ মিশন শুরু কাল
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ১২তম আসর। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা উপহার দিতে মরিয়া জামাল-রানারা। গতকাল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন করেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভঁ‚ইয়া ও লঙ্কান অধিনায়ক। শিরোপা জয়ের উদ্দেশে ২০ সদস্যের দল ঘোষণা করার পর শিষ্যদের নিয়ে অনুশীলনে নামেন ইংলিশ কোচ জেমি ডে। ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা। এর আগে উদ্বোধনী ম্যাচে নেপাল মোকাবেলা করবে পাকিস্তানের। ম্যাচটি বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশের গ্রæপে রয়েছে নেপাল এবং পাকিস্তান। আর ‘বি’ গ্রæপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে স্বাগতিকদের নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের সাবেক কোচ মারুফুল হক। দক্ষিণ এশিয়ান ফুটবলের অন্যতম বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম এবং একমাত্র শিরোপা অর্জন করে ১৯৯৩ সালে। গত তিনটি আসরে গ্রæপ পর্ব থেকেই বাদ পড়েছে লাল-সবুজের জার্সিধারীরা। তবে এবার আর হারতে রাজি নন ইংলিশ কোচ জেমি ডে। জামাল-রানাদের নিয়ে শিরোপার স্বপ্ন দেখছেন তিনি। এশিয়ান গেমসে প্রায় একই একাদশ সাজিয়েছিলেন বাংলাদেশি কোচ। এশিয়ান গেমসের ২০ সদস্য দলের মধ্য থেকে যারা সাফ চ্যাম্পিয়নশিপ দল থেকে বাদ পড়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন যুবদলের জার্সিতে দুর্দান্ত খেলা জাফর ইকবাল। অনুশীলন শেষে জাফর ইকবালকে বিবেচনায় না রাখার কারণ ব্যাখ্যা করেছেন ইংলিশ কোচ। জাফর ইকবালের ভালো বিকল্প আছে বলে তিনি জানান। এ ছাড়াও এশিয়ান গেমস দলের বাদ পড়াদের মধ্যে আছেন মতিন মিয়া, রহমত মিয়া, আবদুল্লাহ, আনিসুর রহমান, মনজুরুর রহমান, মাহফুজ হাসান প্রীতম, ফজলে রাব্বী। আর এশিয়ান গেমসের মূল স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে থাকা ওয়ালি ফয়সাল, ফয়সাল মাহমুদ, সাখাওয়াত রনি, ইমন মাহমুদ বাবু, সোহেল রানা, নাসির উদ্দিন চৌধুরী ও মামুনুল ইসলামকে সাফের দলে রেখেছেন কোচ। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ যখন তলানির দল, তখন এশিয়াডের মতো আসরে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলেছে জামাল ভূঁইয়ারা। তাও আবার ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রায় ১০০ ধাপ সামনে থাকা কাতারকে হারিয়ে। তাই সাফ চ্যাম্পিয়নশিপে বড় প্রত্যাশা করা দোষের কিছু নয়। গতকাল অনুশীলন শেষে এক সংবাদ সম্মেলনে জেমি ডে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ টুর্নামেন্ট জিততে পারিনি। তাই ছেলেদের বলেছি, ভালো করার জন্য আমরা নিজেদের সেরাটা দেব। এ টুর্নামেন্টের দলগুলো র‌্যাঙ্কিংয়ের দিক দিয়ে বিবেচনা করলে আমাদের চেয়ে ভালো অবস্থানে রয়েছে সবাই। কিন্তু তারপরও আমাদের প্রত্যাশা করতে হবে। বর্তমান দল নিয়ে আশাবাদী দক্ষিণ এশিয়ার প্রথম উয়েফা ‘এ’ লাইসেন্সধারী বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক। এশিয়াডে বাংলাদেশের পারফরমেন্সে সন্তুষ্ট মারুফুলের মন্তব্য, এশিয়ান গেমসে গোল যেন কম হয়, সেদিকে দৃষ্টি ছিল। সে পরিকল্পনায় সফলও হয়েছে দল। কিন্তু সাফ ভিন্ন প্রতিযোগিতা, এখানে পরিকল্পনাও আলাদা করতে হবে। দেশের মাটিতে বাংলাদেশকে অন্তত সেমিফাইনালে দেখছেন তিনি, ঘরের মাঠে খেলা, তাই অন্তত সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। এমনকি ফাইনালে খেললেও অবাক হওয়ার কিছু নেই। তবে শিরোপা জয় কঠিন হবে তাদের জন্য। অন্যদিকে আসন্ন টুর্নামেন্টে শিরোপার প্রত্যাশা করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু। তিনি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচ ছিলেন। টিটু বলেন, এশিয়াডে দল ভালো করেছে, লড়াকু মনোভাব দেখা গেছে। যদি এমন ধারা ধরে রাখা যায় তাহলে অবশ্যই সাফে ভালো ফল করা সম্ভব। আর দেশের মাঠের সুবিধা তো থাকবেই। তবে বাংলাদেশের গ্রুপটা একটু কঠিন। তিনটি ম্যাচ খেলতে হবে। এখানে একাধিক ম্যাচ জেতা ছাড়া সেমিফাইনালে ওঠা সম্ভব নয়। তাই আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত সেমিফাইনাল। তারপর ফাইনাল। বাংলাদেশ দল : আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, তপু বর্মণ, নাসির উদ্দিন চৌধুরী, বিশ^নাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ বাবু, ফয়সাল মাহমুদ, সোহেল রানা, বিপলু আহমেদ, আতিকুল ইসলাম ফাহাদ, জামাল ভূঁইয়া, শাখাওয়াত হোসেন রনি, মাহবুবুর রহমান সুফিল, সাদউদ্দিন ও রবিউল হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App