×

আন্তর্জাতিক

মিয়ানমারে রয়টার্সের ২ সাংবাদিককের ৭ বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:১১ এএম

মিয়ানমারে রয়টার্সের ২ সাংবাদিককের ৭ বছরের কারাদণ্ড
মিয়ানমারে রয়টার্সের ২ সাংবাদিককের ৭ বছরের কারাদণ্ড
মিয়ানমারে রয়টার্সের ২ সাংবাদিককের ৭ বছরের কারাদণ্ড
রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহে যাওয়া রয়টার্সের ২ সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়েকে (২৮) কে সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত। রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের মামলায় দু’জনকে দোষী সাব্যস্ত করে সোমবার (৩ সেপ্টেম্বর) আদালত এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি । যদিও ওয়া লোন ও কিয়াও সোয়ে নামে দুই সাংবাদিক প্রথম থেকেই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে আসছেন। মামলার শুনানির জবানবন্দিতে সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে বলেন, ইয়াঙ্গুনের একটি রেস্টুরেন্টে গত ১২ ডিসেম্বর প্রথমবারের মতো দেখা করতে গেলে দুই পুলিশ কর্মকর্তা তাদের হাতে কিছু মোড়ানো কাগজ ধরিয়ে দেয়। এরপর তাদের গ্রেপ্তার করে ও চোখ বেঁধে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রয়টার্সের এডিটর-ইন-চিফ স্টিফেন এডলার বলেন, আটক দুই সাংবাদিক, মিয়ানমার ও মুক্ত গণমাধ্যমের জন্য আজ দুঃখের দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App