×

জাতীয়

বাঘায় গাইড বই বাণিজ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৪ পিএম

বাঘায় গাইড বই বাণিজ্য
বাঘাতে নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের নিষিদ্ধ নোট ও গাইড বইয়ের রমরমা বাণিজ্য চলছে। এতে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। অন্যদিকে অভিভাবকরা হচ্ছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। সরকার দেশের শিক্ষার হার বৃদ্ধি এবং অভিভাবকদের ব্যয় কমানোর জন্য মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে বই সরবরাহ করছে। বছরের প্রথমদিনই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে গেছে। কিন্তু অসাধু কিছু লোকের কারণে বিনামূল্যে বইয়ের সুফল বঞ্চিত হয়ে অভিভাবকদের কিনতে হচ্ছে নিষিদ্ধ নোট ও গাইড বই। সূত্র মতে, বাঘা সদরের বাজারগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নোট ও গাইড বই। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে কিছু শিক্ষক নেতা নোট ও গাইড বইয়ের কথিত গুণাবলি তুলে ধরেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানের কাছে। চুক্তি হয় নির্দিষ্ট হারের কমিশনের। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান বলেন, নিষিদ্ধ নোট ও গাইড বইয়ের ব্যাপারে দোকানগুলোতে অভিযান পরিচালনা এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে কোনো শিক্ষক কিংবা কোনো শিক্ষক সমিতির বিরুদ্ধে নোট ও গাইড বইয়ের প্রচারণার তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App