×

জাতীয়

হোসেনপুরে পাট চাষে লাভবান কৃষক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৬ পিএম

হোসেনপুরে পাট চাষে লাভবান কৃষক
হোসেনপুরে পাট চাষে কৃষকরা লাভবান হচ্ছেন। পাটজাত পণ্যের চাহিদা এবং দাম বৃদ্ধি পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এ বছর হোসেনপুর উপজেলায় পাটের আবাদ বেশি হয়েছে। এক সময় দেশের প্রধান অর্থকরী ফসল ছিল পাট। বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো পাট থেকে। হোসেনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এ বছর উপজেলার একটি পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে মোট ১ হাজার ৭শ হেক্টর জমিতে পাট চাষ করা হয়। ধুলজরী গ্রামের কৃষক আব্দুল মালেক জানান, এ বছর বৃষ্টির পরিমাণ কম থাকায় ডোবা এবং জমির অল্প পানিতে পাট জাগ দিতে সমস্যা হয়। কিন্তু বাজারে দাম ভালো থাকায় কৃষকরা খুশি। বাজারে প্রতি মণ পাট ১ হাজার ৬শ থেকে ১ হাজার ৮শ টাকা ধরে পাট বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস জানান, আবহাওয়া অনুক‚ল ও রোগবালাই কম থাকায় পাটের উৎপাদন ভালো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App