×

খেলা

সহজ গ্রুপে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৮ পিএম

সহজ গ্রুপে বাংলাদেশ
ছয়টি দল নিয়ে ১-১২ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের পঞ্চম আসর। ঢাকা এবং সিলেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে তৃতীয় ভেন্যু হিসেবে নীলফামারীর কথা ভাবছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল শনিবার সকালে রাজধানীর এক স্থানীয় হোটেলে ড্র অনুষ্ঠিত হয়। তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে জেমি ডের শিষ্যদের সঙ্গে রয়েছে ফিলিপাইন এবং লাওস। এদিকে ‘এ’ গ্রুপে গত আসরের চ্যাম্পিয়ন নেপালের সঙ্গে থাকছে প্যালেস্টাইন এবং তাজিকিস্তান। ম্যাচগুলো বিটিভি সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া দেশের বাইরে কে স্পোর্টস খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে বলে জানা যায়। বঙ্গবন্ধু গোল্ডকাপে এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। ২০১৫ সালে এই টুর্নামেন্টের তৃতীয় আসরে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল আয়োজক দেশটি। মালয়েশিয়ার বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হারলে শিরোপাটা অধরাই থেকে যায়। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মালয়েশিয়া। তারাই সর্বোচ্চ দুবার শিরোপা জিততে সক্ষম হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট শেষে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০১৮। গত আসরে আটটি দল থাকলেও এবার অংশ নেবে মাত্র ছয়টি দল। বাংলাদেশের সঙ্গে গত আসর থেকে থাকছে মাত্র একটি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখতে ফের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। আর সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে। গতকাল সকালে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট উপলেক্ষে আয়োজিত ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়াবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, বাফুফে ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ঢাকাস্থ ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলি, বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ, ‘কে স্পোর্টস’-এর সিইও ফাহাদ এম এ করিম, বাফুফের সদস্যরা এবং বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। এদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, যখন দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে আগ্রহী নয়, সেখানে আমরা উচ্চাভিলাষী হয়ে এই টুর্নামেন্ট আয়োজন করি। এর জন্য আমরা গর্বিত। টুর্নামেন্টের স্পন্সর কে স্পোর্টসের সিইও ফাহাদ করিম জানান, এবারের টুর্নামেন্টের ম্যাচগুলো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। আর দেশের বাইরে যারা রয়েছেন তারা যাতে টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করতে পারেন আমরা সেব্যবস্থা রেখেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App