×

জাতীয়

রংপুরে পুলিশ ও পাম্প মালিক ঐকমত্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২২ এএম

রংপুরে পুলিশ ও পাম্প মালিক ঐকমত্য
সড়কে দুর্ঘটনা রোধ এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে রংপুর পুলিশ ও পেট্রলপাম্প মালিকরা ঐকমত্যে পৌঁছেছেন। গতকাল শনিবার পুলিশ সুপার কার্যালয়ে রংপুর জেলা পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশন ও জেলা পুলিশের যৌথ সভায় এ ঐকমত্য হয়। যৌথ সভায় পেট্রলপাম্প মালিকরা হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল আরোহীকে তেল দেবেন না বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া মোটরসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠান মোটরসাইকেল বিক্রির সময় বাধ্যতামূলকভাবে ক্রেতার কাছে হেলমেট বিক্রি করবেন। পাম্পের বাইরে যারা খোলাবাজরে ডিজেল-পেট্রল বিক্রি করছেন তাদের বিরুদ্ধে আজ রবিবার থেকে অভিযান শুরু হবে। এ ছাড়া প্রতিটি পেট্রলপাম্পে নিরাপত্তার জন্য পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন বলে যৌথ সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সাইফুর রহমান সাইফ, ট্রাফিক পুলিশের ইনচার্জ খান মো. মিজানুর রহমান ফাহামি, পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সহসভাপতি আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরউস সামস, রিয়াজ শহীদ, আতিক উল্লাহ, মঞ্জুর আলম আজাদ প্রমুখ। গতকাল এ বিষয়ে যৌথ সিদ্ধান্ত হলেও রংপুরের পাম্প মালিকরা গত তিন দিন ধরে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে পেট্রল ও অকটেন বিক্রি করছেন না। ফলে দূর-দূরান্ত থেকে শহরে আসা মোটরসাইকেল চালকরা হেলমেট ছাড়া তেল নিতে এসে বিপাকে পড়ছেন। এ পরিস্থিতিতে কোথাও কোথাও চালকরা পাম্পে মোটরসাইকেল রেখে আশপাশের দোকান থেকে নতুন হেলমেট কিনে নিচ্ছেন। সেই হেলমেট দেখিয়ে তবেই পাম্পে পাচ্ছেন পেট্রল বা অকটেন। গত বৃহস্পতি, শুক্র ও গতকাল শনিবার সকালে নগরীর বেশ কয়েকটি তেল পাম্পে এমন চিত্র দেখা যায়। গতকাল সকালে নগরীর শাপলা চত্বরের ইউনিক ট্রেডার্স, শাপলা ব্রিজসংলগ্ন রহমান পাম্প, সাতমাথা রোডের আব্দুল্লাহ পাম্প, স্টেশন রোডে ছালেক পাম্প, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নর্দার্ন এজেন্সিসহ বিভিন্ন পাম্পে হেলমেটবিহীন চালকদের অনেকে তেল নিতে এসে ফিরে যান। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব চৌধুরী টিটু জানান, জেলা পুলিশের পক্ষ থেকে হেলমেট ছাড়া চালকদের কাছে পেট্রল বিক্রি না করতে তাদের অনুরোধ করা হয়েছে। বিষয়টি তারা গুরুত্ব সহকারে নিয়েছেন। মানুষ যাতে পাম্পে এসে হয়রানির শিকার না হন, সে জন্য জনসচেতনতা বাড়াতে প্রয়োজনে পোস্টারিং করা হবে বলে তিনি জানান। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, সড়ক-মহাসড়ক ছাড়াও আঞ্চলিক সড়কেও এখন অহরহ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে। মাথায় হেলমেট না থাকার কারণে দুর্ঘটনায় চালক ও আরোহীদের প্রায়ই বড় ধরনের ক্ষতি হচ্ছে। হেলমেট থাকলে এ ক্ষতি কম হয়। সে জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App