×

আন্তর্জাতিক

নাফটায় কানাডার প্রয়োজন নেই : ট্রাম্প

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৩ পিএম

নাফটায় কানাডার প্রয়োজন নেই : ট্রাম্প
নুতন নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) চুক্তিতে কানাডাকে রাখার কোনো প্রয়োজন নেই বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার টুইটার বার্তায় তিনি এ হুমকি দিয়েছেন। ট্রাম্প লিখেছেন, ‘নতুন নাফটা চুক্তিতে কানাডাকে রাখার কোনো রাজনৈতিক প্রয়োজন নেই। কয়েক দশকের অবমাননার পরেও আমরা যদি যুক্তরাষ্ট্রের জন্য একটি ন্যায্য চুক্তি না করতে পারি তাহলে কানাডাকে বাদ যাবে।’ মার্কিন কংগ্রেস যাতে তার এই সিদ্ধান্তের বিষয়ে কোনো হস্তক্ষেপ না করে তারও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘কংগ্রেসের এ চুক্তির বিষয়ে হস্তক্ষেপ করা উচিৎ নয়। তা না হলে আমি স্রেফ পুরো নাফটা চুক্তি বাতিল করে দেব এবং সেটা হবে অনেক ভালো।’ আগামী বুধবার বাণিজ্যিক বিরোধ মেটাতে যুক্তরাষ্ট্র ও কানাডার বৈঠক হওয়ার কথা। মেক্সিকোকে সাথে নিয়ে করা ২৫ বছরের পুরোনো এই বাণিজ্যিক জোটটিকে টিকিয়ে রাখতে হলে অটোয়া ও ওয়াশিংটনকে অনেক নমনীয় হওয়া প্রয়োজন বলে বানিজ্য বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App