×

জাতীয়

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭১’র জননী রমা চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪০ পিএম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭১’র জননী রমা চৌধুরী
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মুক্তিযোদ্ধা লেখিকা ‘একাত্তরের জননী’ হিসেবে পরিচিত রমা চৌধুরী। গতকাল শনিবার বিকেলের দিকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়। শারীরির অবস্থার কারণে তাকে সুষ্ঠু চিকিৎসা দেয়া বা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। চমেক হাসপাতালের চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে বাঁচানোর জন্য। রমা চৌধুরীর সহকারী ও বইয়ের প্রকাশক আলাউদ্দীন খোকন ভোরের কাগজকে বলেন, রমা দিদির শরীর অস্বাভাবিক ফুলে গেছে। তিনি মুখে কোনো খাবার গ্রহণ করতে পারছেন না। জ্ঞান থাকলেও তিনি কোনো কথা বলতে পারছেন না। তার নাড়ি ও শিরা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থা থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা বুঝতে পারছি না। ডাক্তাররা জানিয়ে দিয়েছেন দিদির শেষ অবস্থা। হয়তো দিদি আর সুস্থ হয়ে ফিরে নাও আসতে পারেন। আমরা সবার কাছে শুভকামনা প্রত্যাশা করছি। পরিবারের স্বজনরা বলেছেন, রমা চৌধুরীর পিত্তথলিতে পাথর আছে, বয়সের জন্য যেটি অপসারণ করা যাচ্ছে না। এ ছাড়া তিনি ডায়াবেটিস, রক্তশূন্যতা, অ্যাজমা, পেটে ক্ষত, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপেও ভুগছেন। মারাত্মক রক্তশূন্যতার কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করা যাচ্ছে না। প্রায় ৬ মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App