×

জাতীয়

জামালপুরে অবাধে চলছে অবৈধ সিএনজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৪ পিএম

জামালপুরে অবাধে চলছে অবৈধ সিএনজি
জামালপুর-ময়মনসিংহ, জামালপুর-শেরপুর ও টাঙ্গাইলের মধুপুরসহ জেলার আন্তঃউপজেলার সড়কগুলোতে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার সিএনজি চলাচল করে থাকে। ট্রাফিক সপ্তাহ চলাকালে সড়ক থেকে শতকরা ৯০ ভাগ সিএনজি উধাও হয়ে যায়। পুলিশের নীরব ভ‚মিকায় ফের অবাধে চলাচল করছে লাইসেন্সবিহীন অবৈধ এসব সিএনজি। তবে পুলিশ সুপার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। জামালপুর জেলা শহরের ৬টি পয়েন্ট থেকে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার সিএনজি জামালপুর-ময়মনসিংহ, জামালপুর-শেরপুর ও টাঙ্গাইলের মধুপুরসহ জেলার সব উপজেলার সড়কগুলোতে চলাচল করে থাকে। সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক ও মহাসড়ক থেকে অবৈধ যানবাহন চলাচল বন্ধে নড়েচড়ে বসে পুলিশ বিভাগ। টানা ১০ দিন ট্রাফিক সপ্তাহ চলাকালে পুলিশের কঠোর অবস্থানে উধাও হয়ে যায় অবৈধ সিএনজি। তবে ট্রাফিক সপ্তাহ শেষ হতে না হতেই লাইসেন্সবিহীন এসব অবৈধ সিএনজি ফের অবাধে চলাচল করলেও নীরব রয়েছে ট্রাফিক বিভাগ। সিএনজি চালকরা বলেন, ট্রাফিক পুলিশকে মাসোয়ারা দিয়ে এতদিন তারা লাইসেন্স ছাড়াই সড়কগুলোতে বিনা বাধায় গাড়ি চালিয়ে আসছিলেন। ফলে গত ৮-১০ বছর লাইসেন্স নবায়ন করা হয়নি এসব সিএনজির। পুলিশ যদি আগে থেকেই সিএনজির লাইসেন্স কাগজপত্রের বিষয়ে সক্রিয় থাকত তাহলে অবৈধভাবে গাড়ি চালানোর কেউ সুযোগ পেত না। এমনি অভেযোগ সিএনজি চালকদের। সড়ক ও মহাসড়কে চলাচলকারী অবৈধ সিএনজি বন্ধের কোনো উদ্যোগ নেয়া হবে কিনা এ বিষয়ে জামালপুর জেলা অটো টেম্পো, অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য চাওয়া হলে তারা কোনো কথা বলতে রাজি হননি। তবে পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম ট্রাফিক পুলিশের মাসোয়ারার বিষয়টি অস্বীকার করে বলেন, লাইসেন্স ও ফিটনেসবিহীন যেসব সিএনজি গাড়ি রাস্তায় চলাচল করবে তাদের বিরুদ্ধে মামলা হবে। জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য গাড়িগুলো আটকের বিষয়টি শিথিল করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App