×

পুরনো খবর

চাইনিজ চিলি পটেটো রেসিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৮ পিএম

চাইনিজ চিলি পটেটো রেসিপি
চাইনিজ রেস্তোরাঁয় গেলে চিকেন চিলি অথবা চিলি বিফ প্রায় সব মানুষই অর্ডার করে থাকেন। ফ্রাইড রাইসের সাথে চিকেন চিলি অথবা চিলি বিফ খেতে বেশ ভালই লাগে। হয়তো আপনার গরুর মাংসে অ্যালার্জি অথবা মুরগি মাংস আপনি পছন্দ করেন না, তখন কী করবেন? মজাদার এই খাবারটি কি তাহলে খাওয়া বন্ধ থাকবে? একদমই না। মজাদার এই খাবারটি আপনি রান্না করে ফেলুন আলু দিয়ে। উপকরণ: আলু লবণ কর্ণ ফ্লাওয়ার তেল রসুন কাঁচা মরিচ আদা রসুনের পেস্ট পেঁয়াজের রিঙ ক্যাপসিকাম মরিচের গুঁড়ো সয়াসস চিনি ভিনেগার চিলি সস প্রণালী: ১। আলু কিছুটা মোটা করে কাটুন। তারপর এটি ভাল করে ধুয়ে লবণ এবং কর্ণ ফ্লাওয়ার দিয়ে ভাল করে মেশান। ২। একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে এতে আলুগুলো দিয়ে ভাজুন। বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন। ৩। আরেকটি প্যানে তেলে রসুন কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজের রিঙ, ক্যাপসিকাম কুচি দিয়ে ভাজুন। ৪। এরসাথে মরিচের গুঁড়ো, সয়াসস, চিনি, ভিনেগার, লবণ এবং চিলি সস দিয়ে নাড়ুন। ৫। এবার এতে ভাজা আলুগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন। ৬। ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিলি পটেটো। ৭। ফ্রাইড রাইস অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন চিলি পটেটো। আমরা সবাই জানি আলুর পুষ্টিগুণ সম্পর্কে, আলুতে প্রচুর পরিমাণ ক্যালোরি রয়েছে। সারা দিন রোজা রাখার পর ইফতারিতে এই খাবার টী ফিরিয়ে দিতে পারে আপনার হারানো শক্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App