×

জাতীয়

অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: বাণিজ্যমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৪ পিএম

অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, আপনারা নিজেদের নিরাপদ মনে করবেন। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকি এবং ভবিষ্যতেও পাশে থাকবো।

মন্ত্রী বলেন, অশুভ’র বিরুদ্ধে একটি শুভ সমাজ গঠনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। সেই লক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ রবিবার বিকেলে শহরের বাংলা স্কুল মাঠে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা পূজা উদযাপন পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে।

তোফায়েল বলেন, বঙ্গবন্ধু আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। আমরা শ্লোগান দিতাম, জাগো জাগো, বাঙালি জাগো। তুমি কে, আমি কে, বাঙালি, বাঙালি। কে হিন্দু, কে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এটা আমাদের পরিচয় ছিল না। আমরা বাঙালি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের দিনগুলোতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জীবন দিয়েছেন। তাইতো জাতির পিতা সংবিধানে ৪টি মূলনীতির মধ্যে ধর্মনিরপেক্ষতা অর্ন্তভুক্ত করে অসম্প্রদায়িক সংবিধান প্রনোয়ন করেছিলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, দেশের মানুষ শান্তিতে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে আন্তর্যাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। এসময় মন্ত্রী হিন্দু নেতাদের দাবির প্রেক্ষিতে আগামী নির্বাচনের আগেই বর্তমান শ্বশানকে একটি আধুনিক শ্বশানে রুপান্তর করার ঘোষণা দেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন সাংবাদিক ও বিশ্লেষক পীর হাবিবুর রহমান। আরো বক্তব্য দেন, পৌর মেয়র মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে। পরে মন্ত্রী জন্মাষ্টামীর র‌্যালিতে অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App