×

তথ্যপ্রযুক্তি

অপো এফ 9 এ ৫ মিনিট চার্জে কথা বলা যাবে ২ ঘন্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪২ পিএম

অপো এফ 9 এ ৫ মিনিট চার্জে কথা বলা যাবে ২ ঘন্টা
অপোর ভিওওসি(ভোক) চার্জিং সুবিধার এফ সিরিজের সর্বেশেষ আকর্ষণ অপো এফ৯ উন্মোচিত হল। নতুন এই চাজিং সুবিধা থাকার ফলে মাত্র ৫ মিনিটের চার্জে ২ ঘন্টা পর্যন্ত কথা বলা সম্ভব।  এই চার্জিং সুবিধায় ফোনের তাপমাত্রারও কোন পরিবর্তন হয় না এবং চার্জিংয়ের সময় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের সুরক্ষায় রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা বলয়।  সেটটিতে রয়েছে ৬.৩ ইঞ্চি ‘ওয়াটারড্রপ স্ক্রিন’ ডিজাইন, ৯০.৮% উচ্চ অনুপাতের স্ক্রিন, ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী ও অসাধারন সব সেলফি ফাংশন।  নচ ডিসপ্লের সেটটিতে রয়েছে ২৫ মেগাপিক্সেলের ফন্ট ক্যামেরা। সেটটির রয়েছে দুটি ভার্সন ।  ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম ভার্সনের দাম যথাক্রমে  ২৮ হাজার ৯৯০ টাকা ও ৩১ হাজার ৯৯০ টাকা।  দুটি ভাসর্নেই রয়েছে ৬৪ জিবি রম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App