×

জাতীয়

সন্ত্রাস রুখতে কঠোর বিমসটেক রোহিঙ্গা প্রশ্নে নির্বাক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৮, ১০:৫৭ পিএম

সন্ত্রাস রুখতে কঠোর বিমসটেক রোহিঙ্গা প্রশ্নে নির্বাক

সন্ত্রাসবাদ মোকাবেলায় জোরদার লড়াইয়ের প্রতিশ্রুতি থাকলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা লাঘবের বিষয়ে কিছুই নেই বিমসটেক শীর্ষ সম্মেলনের ঘোষণায়।

শুক্রবার নেপালের কাঠমুন্ডুতে ১৮ দফা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো দুদিনের বিমসটেক শীর্ষ সম্মেলন, যাতে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ অংশ নিয়েছে।

কাঠমুন্ডু সম্মেলনের ঘোষণায় নেতারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার পাশাপাশি সন্ত্রাসবাদে উৎসাহ, সমর্থন ও অর্থায়নের জন্য জোটভুক্ত দেশগুলোকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে একমত হয়েছেন।

কিন্তু মিয়ানমারে রাখাইনে ‘জাতিগত নিধন অভিযানের’ মুখে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর কোনো উল্লেখ নেই সেই ঘোষণায়।

সদ্য সমাপ্ত চতুর্থ সম্মেলনে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এসব দেশের নেতারা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ সেতু হিসেবে বিমসটেকের বিশেষ অবস্থানকে গতিশীল করে এই অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পর্যায় উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App