×

তথ্যপ্রযুক্তি

যা আছে আসুসের নতুন ল্যাপটপে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৮, ০৪:৫৯ পিএম

যা আছে আসুসের নতুন ল্যাপটপে
আইএফএ ইভেন্টে জেনফোন, জেনফোন ফ্লিপ ও জেনফোন প্রো সিরিজের ল্যাপটপ উন্মোচন করেছে আসুস। ল্যাপটপের বাজারে ভালো অবস্থানে রয়েছে আসুস। নতুন ডিভাইসের মাধ্যমে এই খাতে আরেক ধাপ এগিয়ে থাকলো প্রতিষ্ঠানটি। নতুন উন্মোচন হওয়া সিরিজের ল্যাপগুলো হল জেনবুক ১৩(ইউএক্স৩৩৩), ১৪(ইউএক্স৪৩৩) ও ১৫(ইউএক্স৪৮৩)। এছাড়া, উন্মোচন করা হয়েছে জেনবুক ফ্লিপ ১৫(ইউএক্স৫৬২) ও ১৩ এবং জেনবুক প্রো ১৪ ও ১৫ ল্যাপটপগুলো। মিডরেঞ্জ ব্যবহারকারীর জন্য আনা হয়েছে জেনফোন সিরিজের ল্যাপটপগুলো। ৪ গিগাবাইট থেকে ১৬ গিগাবাইট র‍্যাম পর্যন্ত ডিভাইসগুলো পাওয়া যাবে। উন্নত ডিসপ্লে ব্যবহার করায় জেনবুকের পূর্বের সংস্করণ থেকে ভালো ভিউ অ্যাঙ্গেল পাওয়া যাবে। এছাড়া, রয়েছে কম বেজেলের ডিসপ্লে। আছে এইচডি ওয়েব ক্যামেরা। অষ্টম প্রজন্মের ‘কোয়াড কোর’ থেকে শুরু করে ‘কোর আই ৭’ প্রসেসর মিলবে ল্যাপটপগুলোতে। গ্রাফিক্স সুবিধা দিতে জেনফোন ১৫ সংস্করণে মিলবে জিটিএক্স ১০৫০ জিপিইউ। এতে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। জেনবুক প্রো ১৪ ও ১৫ ল্যাপটপে রয়েছে স্ক্রিনপ্যাড। ফলে টাচবারকে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। ডিভাইসগুলোর মূল্য শুরু হয়েছে ৮৯৯ মার্কিন ডলার থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App