×

তথ্যপ্রযুক্তি

বিশ্বের সবচেয়ে হালকা ১৫ ইঞ্চি’র নোটবুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৮, ০৫:০১ পিএম

বিশ্বের সবচেয়ে হালকা ১৫ ইঞ্চি’র নোটবুক
তাইওয়ানিজ প্রযুক্তি জায়ান্ট-এসার বিশ্বের সবচেয়ে হালকা ১৫ ইঞ্চি ডিসপ্লে’র নোট বাজারে এনেছে। এটির মডেল এসার সুইফট ফাইভ (এসএফ৫১৫-৫১টি) নোটবুক। এটির বিশেষত্ব হলো, বিশেষ নকশায় তৈরি নোটবুকটি পারফরম্যান্সের পাশাপাশি ওজন মাত্র ৯৯০ গ্রাম। বুধবার (২৯আগস্ট) জার্মানির বার্লিনে এই নোটবুকটি উন্মোচন করে এসার। সুইফট ফাইফ ল্যাপটপটিতে ইন্টেল-এর অষ্টম জেনারেশন-এর কোরআই সেভেন-৮৫৬৫ইউ এবং কোরআই ফাইভ-৮২৬৫ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে। যাতে খুব ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। ওজনের পাশাপাশি ব্যাটারির দিকে বেশ নজর দিয়েছে এসার। এটি একাধারে ১০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। যা দিয়ে ডে লং খুব সহজেই কাজ করা যাবে। খুব সহজেই হাতের স্পর্শে সব কাজ করতে পারা এ নোটবুকটিতে ফোরজি এলটিই সমর্থন করবে। শুধু তাই নয় নোটবুকটি ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে সমানভাবে ভাঁজ করা যাবে। ১৫ ইঞ্চি ডিসপ্লের সুইফট ফাইভ আগামী বছরের শুরুতে নর্থ আমেরিকায় পাওয়া যাবে। যার মূল্য হবে ১০৯৯ ডলার। নভেম্বর থেকে চীনে পাওয়া যাবে মূল্য হবে ৭ হাজার ৪৯৯ ইয়েন। এছাড়াও ১৪ ইঞ্চি ডিসপ্লের সুফইট ফাইভ সেপ্টেম্বর থেকেই চীনে পাওয়া পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App