×

খেলা

ছয় হাজারের মাইলফলকে দ্বিতীয় দ্রুততম কোহলি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৮, ০৯:৫১ পিএম

ছয় হাজারের মাইলফলকে দ্বিতীয় দ্রুততম কোহলি
ট্রেন্টব্রিজে ব্যাট হাতে দুই ইনিংসের দারুণ পারফরম্যান্সে ভারতকে জয় এনে দিয়েছেন বিরাট কোহলি। সাউদাম্পটন টেস্টেও ব্যাট করতে নেমে রান এসেছে তার ব্যাট থেকে। এই টেস্ট ব্যাট করতে নেমে ভারতের দ্রুততম দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক ছাড়িয়েছেন কোহলি। তার এমন নৈপুণ্যে দ্রুততম ৬ রানের মাইলফলকে ভারতীয় ব্যাটসমান হিসেবে তৃতীয় অবস্থানে চলে গেছেন বীরেন্দ্র শেবাগ। এ ক্ষেত্রে সবার আগে রয়েছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তী সুনিল গাভাস্কার। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের ব্যাট করার মধ্য দিয়ে ৭০ টেস্টের ১১৯ ইনিংসেই ছয় হাজার রানের মাইলফলক ছাড়িয়েছেন কোহলি। শীর্ষে থাকা সুনিল গাভাস্কারের সমান রান করতে ৬৫ টেস্টের ১১৭ ইনিংস লেগেছিল। তৃতীয় স্থানে চলে যাওয়া শেবাগের লেগেছিল ৭২ টেস্টে, ১২৩ ইনিংস। ভারতীয় হিসেবে এবার চতুর্থ স্থানে যাওয়া কিংবদন্তি রাহুল দ্রাবিড় (৭৩ টেস্ট, ১২৫ ইনিংস এবং ব্যাটিং জিনিয়াস শচীন (৭৬ টেস্ট, ১২০ ইনিংস) পঞ্চম স্থানে। তবে সবচেয়ে কম বয়সী (২৬ বছর) ভারতীয় হিসেবে শচীনের ৬ হাজার রানের মাইলফলকের রেকর্ডটি অক্ষত রয়েছে। সাউদাম্পটনে ইনিংসের ২২তম ওভারে জেমস অ্যান্ডারসনের করা ওভারের ৫ম বলে বাউন্ডারি হাকিয়ে মাইলফলক ছাড়ান কোহলি। আজ ব্যক্তিগত ৪৬ রানে স্যাম কুরানের বলে কুকের হাতে ধরা পড়েন ভারতীয় অধিনায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App