×

আন্তর্জাতিক

এবার বিশ্ব বাণিজ্য সংস্থা ছাড়ার হুমকি ট্রাম্পের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৮, ০৬:৪৭ পিএম

এবার বিশ্ব বাণিজ্য সংস্থা ছাড়ার হুমকি ট্রাম্পের
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) যদি যুক্তরাষ্ট্রের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিবর্তন না করে, তাহলে সংস্থাটি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার এ ধরনের কথা বলেন তিনি। ডব্লিউটিও প্রতিষ্ঠা করা হয় সারা বিশ্বে ব্যবসায়িক নীতি প্রতিষ্ঠা এবং বিভিন্ন দেশের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব মেটানোর জন্য। কিন্তু ট্রাম্প মনে করেন, সংস্থাটি যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায় আচরণ করছে। ট্রাম্পের এ ধরনের হুমকির মধ্য দিয়ে তার বাণিজ্য নীতি এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মুক্তবাজার নীতির মধ্যে আদর্শিক দ্বন্দ্ব আরো স্পষ্টভাবে প্রকাশ হয়ে গেল। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লেথথাইজারও যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের ব্যাপারে হস্তক্ষেপের বিষয়ে বিশ্ব সংস্থাটিকে অভিযুক্ত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App