×

খেলা

হজ পালন শেষে দেশে ফিরলেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ০৩:২৮ পিএম

হজ পালন শেষে দেশে ফিরলেন সাকিব
হজব্রত পালন শেষে সৌদি আরব থেকে গতকাল রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জেতার পর হজ করতে গিয়েছিলেন তিনি। সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। বরাবরের মতোই বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সোমবার থেকে শুরু হওয়া অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থান করছিলেন সাকিব। সৌদি রাজ পরিবারের রয়্যাল গেস্ট হিসেবে এবার পবিত্র হজব্রত পালন করেন এই ক্রিকেটার। আর এরই মধ্যে দেশে ফিরেছেন ৩১ বছর বয়সী এই টাইগার অলরাউন্ডার। গতকাল রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। রাতে ফিরলেও তার দেশে আসার কথা ছিল দুপুরে। সেখানে ফ্লাইট বিড়ম্বনায় পড়েন বিশ্ব সেরা তারকা। গতকাল দুপুর ২টা ৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ছিল তার। কিন্তু সঠিক সময়ে ফ্লাইট না আসায় সময়মতো দেশে ফিরতে ব্যর্থ হন। সাকিব নিজেই সৌদি আরব থেকে ফোন করে জানিয়েছেন ফ্লাইট বিড়ম্বনার কথা। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আঙুলে অস্ত্রোপচার এশিয়া কাপের আগে করাবেন নাকি পরে সে বিষয়ে সংশয় রয়েছে। সাকিব যে টাইগার দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তা আর বলার অপেক্ষা রাখে না। আসন্ন টুর্নামেন্টে দলে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের এবারের আসরে মোট ছয়টি দল অংশ নেবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ লঙ্কানরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App