×

জাতীয়

গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ০৮:৫৩ পিএম

গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দাবি

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ ও হামলাকারীদের বিচার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবির।

আলোচনাসভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মধুসূদন দাস দুলু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আব্দুল লতিফ মিয়া, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভুলু, চিত্রকোট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াকুব, সাধারন সম্পাদক আনোয়ার দেওয়ান, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, ইউপি সদস্য বাবুল গোবিন্দ মন্ডল, রেজিয়া, শহীদ, যুবলীগ নেতা মঈনুল হাসান নাহিদ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চৌকদার পাপ্পু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন-উর রশীদ, সাধারণ সম্পাদক এস এম জুয়েল প্রমূখ।

এসময় গোলাম সারোয়ার কবির বলেন, একুশে আগষ্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি জড়িত ছিল। হাওয়া ভবন থেকেই তারেক রহমান সবকিছু নিয়ন্ত্রন করতেন। দেশবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে- এ হত্যাকাণ্ডের রায় অচিরেই হবে। রায়ে দায়ীরা কেউই ছাড় পাবে না বলে আশা ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App