×

জাতীয়

কাঠমান্ডুতে প্রধানমন্ত্রী,বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ১০:৩৭ এএম

কাঠমান্ডুতে প্রধানমন্ত্রী,বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা
চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেপালের কাঠমান্ডুতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে তিনি নেপাল পৌঁছান। এরপর ত্রিভুবন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল ও কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসসহ শীর্ষ কর্মকর্তারা। বিমানবন্দরে বাংলাদেশের সরকারপ্রধানকে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা। এসময় তাকে গার্ড অব অনারও দেওয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রীকে নেওয়া হবে তার সফরকালীন আবাসস্থল হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায়। এই সম্মেলনে যোগ দেবেন আঞ্চলিক জোটভুক্ত ৭ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এই সম্মেলনে সাধারণ বৈদ্যুতিক সংযোগ কিংবা গ্রিড কানেক্টিভিটি নিয়ে আলোচনা হতে পারে। সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়েও আসতে পারে সাধারণ ঘোষণা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রায় দুই দশক ধরে প্রতিষ্ঠিত এ সংগঠনকে আরও গতিশীল করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও ভুটানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দাশো সেরিং ওয়াংচুকের সঙ্গে বৈঠক করারও কথা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App