×

তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড পাই পরীক্ষা করছে স্যামসাং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ০১:২২ পিএম

অ্যান্ড্রয়েড পাই পরীক্ষা করছে স্যামসাং
শিগগিরই অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট পেতে যাচ্ছে গ্যালাক্সি এস ৯ এবং এস৯ প্লাস।অন্তত জিএফএক্সবেঞ্চের সাইটে পাওয়া তথ্য তাই বলছে। স্যামসাং গবেষকদলের কেউ এস৯ প্লাসের এশিয়ান সংস্করণে অ্যান্ড্রয়েড ৯ ইন্সটল করে তার পারফরমেন্স জিএফএক্সবেঞ্চ দিয়ে পরীক্ষা করেছেন। আর সেই পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ওয়েবসাইটে। জিএফএক্সবেঞ্চের তথ্য অনুযায়ী, ফোনটিতে অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমের ওপর ‘ইনভ্যালিড স্যামসাং এসএস’ ইন্টারফেইস চলছে। অর্থাৎ স্যামসাং এক্সপেরিয়েন্স ইন্টারফেইসের নতুনতম সংস্করণ এতে দেয়া হচ্ছে যার কোনও ভার্সন নম্বর এখনও প্রকাশ হয়নি।যদি তথ্যগুলো সঠিক হয়ে থাকে, তাইলে স্যামসাং সম্ভবত অ্যান্ড্রয়েড পাই আপডেট ব্যাবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করবে এ বছরের শেষে।ইতোমধ্যে প্রজেক্ট ট্রেবলের কল্যাণে আপডেটের সমস্যা অনেকটাই শুধরে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App