×

জাতীয়

ভয় দেখিয়ে হিন্দু মেয়ের বিয়ে ভাঙল জসিমউদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ০১:১৮ পিএম

ভয় দেখিয়ে হিন্দু মেয়ের বিয়ে ভাঙল জসিমউদ্দিন
ভয়ভীতি দেখিয়ে বিয়ের দিন হিন্দু ধর্মাবলম্বী এক মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে জসিমউদ্দিন (২৮) নামের এক যুবক। শুধু তাই নয়, জোর করে ধর্মান্তরিত করার পর মেয়েটিকে বিয়ে করার প্রস্তাবও দেয় জসিম। এতে রাজি না হলে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার এবং তার পরিবারকে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার চিতনা গ্রামে এ ঘটনা ঘটে এবং থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। জানা যায়, ১৬ আগস্ট মোহন দেবনাথের মেয়ে ডলি দেবনাথের (১৮) বিয়ে ঠিক হয় পাশের গ্রাম বাটপাড়ার সঞ্জয় দেবনাথের সঙ্গে। অভিযোগ করা হয়, ওই দিন বুলাউক গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে জসিমউদ্দিন (২৮) দলবলসহ সঞ্জয়ের বাড়ি গিয়ে এ বিয়ে করলে প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি দেখায়। ডলিদের বাড়ি গিয়ে জসিমকে বিয়ে করার প্রস্তাব দেয়। বিয়ে না করলে ডলিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। হুমকি পেয়ে সঞ্জয় বিয়ে করতে যাননি। এ ঘটনার পর ডলিসহ তার পরিবার নাসিরনগর থানার গিয়ে প্রশাসনের সহায়তা চায়। ২১ আগস্ট থানায় জিডি করে। জিডি নাম্বার ৭০১। এলাকার সাবেক চেয়ারম্যান জিতু মিয়ার ভাতিজি পারভিন, ডলিকে ধর্মান্তরিত হয়ে জসিমকে বিয়ে করতে চাপ দেয়। বিয়ে করলে ১০ লাখ টাকার দেনমোহর এবং দুই কানি জমি দেয়ার প্রলোভনও দেখানো হয়। ইতোমধ্যে ডলির একটি ভিডিও বার্তা ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন ডলি। সঞ্জয় ডলিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং ডলির পরিবারের বিরুদ্ধে থানায় ১০৭ ধারায় মামলা করে। প্রশাসনের পক্ষ থেকে জসিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে নাসিরনগর থানার ওসি আবু জাফর ভোরের কাগজকে বলেন, ঘটনার পাঁচ দিন পর আমরা বিষয়টি জেনেছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছি। থানায় মামলা করলে অবশ্যই তা নেয়া হবে। ডলি, সঞ্জয় এবং জসিমের পরিবারের সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা চেষ্টা করছি, সমস্যার সমাধান করতে। তবে জসিম এবং তার পরিবারের সদস্যরা এখন পলাতক রয়েছে। এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, সোমবার প্রেসক্লাবে জেলা তথ্য অফিস আয়োজিত এক অনুষ্ঠানে থানা নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজ মজুমদার তার বক্তব্যে অপ্রত্যাশিত কিছু কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু মেয়েরা মুসলিম ছেলের সঙ্গে প্রেম করে। কিন্তু হিন্দু ছেলেরা এতে বাড়াবাড়ি করে। এটি ঠিক নয়।’ হিন্দু নেতারা বলেন, থানা নির্বাহী কর্মকর্তার এ ধরনের বক্তব্যে আমরা মর্মাহত। সরকারের ঊর্ধ্বতন পদে থেকে তিনি কীভাবে এ ধরনের বক্তব্য দেন তা আমাদের বোধগম্য নয়। সুরাহা না করার পরিবর্তে তিনি ঘটনাকে আরো উসকে দিচ্ছেন। এ প্রসঙ্গে মাসুদ পারভেজ মজুমদার ভোরের কাগজকে বলেন, আমি এ ধরনের মন্তব্য করিনি। আমি বলতে চেয়েছি, ফেসবুকে মেয়েটির (ডলি) ভিডিও যে বা যারা প্রকাশ করেছে তাদের কাজটা ঠিক হয়নি। কেননা, এতে মেয়েটিরই ক্ষতি হলো। আমার বক্তব্যে কেউ যদি আহত হয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। আমি কাউকে আহত করতে চাইনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App